ফ্লেমিঙ্গো বিমান কেড়ে নিল ৩৬ পাখির প্রান! দেশ Dainik Digital May 21, 2024 0 এই খবর শেয়ার করুন (Share this news) অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে মুম্বইয়ের ঘাটকোপরের পন্তনগরের লক্ষ্মী নগর এলাকায় এমিরেটস বিমানের ধাক্কায় বেঘোরে ৩৬টি ফ্লেমিঙ্গো পাখির মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৯টা ১৮ মিনিটে।