নজরুল জন্মজয়ন্তীর প্রস্তুতি!!
অনলাইন প্রতিনিধি :-১৩০৬ বঙ্গাব্দের ১১ জৈষ্ঠ, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। চুরুলিয়া গ্রামটি আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকে অবস্থিত। কাজী ফকির আহমদের দ্বিতীয় স্ত্রী জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান ছিলেন তিনি।তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় অগ্রণী বাঙালি কবি, উপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখযোগ্য। আগামী শনিবার উনার জন্মজয়ন্তী। প্রতিবছরই রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ওনার জন্মদিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়। প্রতিবছর আগরতলা নজরুল কলা ক্ষেত্রে উনার মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে প্রভাতী শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করে তথ্য ও সংস্কৃতি দপ্তর। পরবর্তীতে কচিকাচারা নজরুল নিত্য পরিবেশন করে। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। নজরুল জন্মজয়ন্তীকে কেন্দ্র করে বৃহস্পতিবার নজরুল কলা ক্ষেত্রে চলছে প্রস্তুতি, পরিষ্কার করা হচ্ছে নজরুলের আবক্ষ মূর্তি।