বিধ্বংসী অগ্নিকাণ্ডে শিশু হাসপাতালে ৭ নবজাতকের মৃত্যু!!
অনলাইন প্রতিনিধি :-শনিবার রাতে দিল্লির বিবেকবিহার শিশু হাসপাতালে আগুন লাগে। সেই ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হলো ৭ নবজাতক শিশুর। জখম আরও ৬ শিশু। তাদের অবস্থা আশঙ্কাজন।ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৬টি ইঞ্জিনের ঘন্টাখানেকর প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। হাসপাতালের যে বহুতলে আগুন লেগেছিল, সেখান থেকে ১২জন নবজাতককে উদ্ধার করা হয়। তাদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসা চলাকালীনই ৭ শিশুর মৃত্যু হয়। দমকল সুত্রে খবর, দুটি বিল্ডিং এ আগুন লেগেছিল। আগুনের এতটাই ভয়ঙ্কর ছিল যে পার্শ্ববর্তী একটি বহুতলের দোতলায় আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসীদের অভিযোগ, ওই হাসপাতালে প্রায় রোজই বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ভরার কাজ হত ৷ শহিদ ভগৎসিং সেবাদলের সদস্য জিতেন্দ্র সিং বলেন, “বিবেক বিহারের বেবি চাইল্ড কেয়ার হাসপাতালে বিস্ফোরণ হয় ৷ একটি বা দু’টি নয়, অক্সিজেনের সিলিন্ডার ফেটে পরপর চারটি বিস্ফোরণ হয়েছে। হাসপাতালের বাইরে একটি অ্যাম্বুলেন্স ভ্যানে রোজই বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ভরে সেগুলি সিল করা হত ৷ ঠিক একইভাবে সেদিনও তাই হচ্ছিল। একটা দুটো করে পর পর চারটি সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং আগুন হাসপাতালের ভিতর পৌঁছে যায় ৷