NSRCC-তে দীপা বরণ!

 NSRCC-তে দীপা বরণ!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-এই প্রথমবার এশিয়ান জিমনাস্টিক চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করে ইতিহাস রচনা করেছে ত্রিপুরার সোনার মেয়ে, তথা দেশের গর্ব জিমনাস্ট দীপা কর্মকার। সদ্য সমাপ্ত এশিয়ান চ্যাম্পিয়ানশিপে সোনা জয় করে রাজ্যে ফিরেছে দীপা কর্মকার ও তাঁর কোচ দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী। শনিবার দীপা ও বিশ্বেশ্বর নন্দীকে রাজধানীর এন এস আর সি সি-তে জমকালো সংবর্ধনা প্রদান করা হয়। এখানেই দীপা দিনের পর দিন, বছরের পর বছর প্রায় প্রতিদিন ৮ থেকে ১০ ঘন্টা প্রশিক্ষণ চালিয়ে যেতো। দেশের ভবিষ্যৎ জিমনাস্টদের কাছে দীপা আজ এক অনুপ্রেরণা। তাঁকে দেখেই আজ অনেকে অনুপ্রাণিত হয়ে জিমনাস্টিকে এগিয়ে আসছে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.