এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমান চালু হচ্ছে আগরতলায়!!

 এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমান চালু হচ্ছে আগরতলায়!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আগরতলায় বিমান পরিষেবা চালু করছে। আগামী পঁচিশ আগষ্ট থেকে আগরতলা-কলকাতা রুটের উভয় দিকে প্রতিদিন একটি করে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান যাতায়াত করবে। কলকাতা থেকে সকাল সাতটা পঞ্চাশ মিনিটে রওয়ানা হয়ে আগরতলায় পৌঁছবে ৮টা ৫০ মিনিট নাগাদ।ফিরতি বিমানটি আগরতলা থেকে সকাল ৯টা ২০ মিনিটে কলকাতায় উদ্দেশে রওয়ানা দেবে। কলকাতায় পৌঁছবে ১০টা ২০ মিনিট নাগাদ।বিমানের টিকিট বুকিং খুব শীঘ্রই শুরু হবে।বিমানবন্দর সূত্রে আরও জানা গেছে, এয়ার ইন্ডিয়ার সহযোগী সংস্থা হলো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।১৮০ আসনের বোয়িং বিমান চালাবে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান পরিষেবা পঁচিশ আগষ্ট থেকে শুরু হলে রাজ্যের বিমান যাত্রীদের এই রুটে যাতায়াতে আরও সুবিধা বাড়বে। বেসরকারী টাটা কোম্পানি সংস্থার মালিকানাধীন হলো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। টাটার মালিকানাধীন আরও একটি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াও রয়েছে। এয়ার ইন্ডিয়ারও প্রতিদিন আগরতলা- কলকাতা রুটের উভয় দিকে যাতায়াতে ১৮৬ আসনের দুটি এয়ারবাস চালু রয়েছে।এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান লো-কস্ট ভাড়ায় পরিষেবা দেবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।ভারতের বিভিন্ন জায়গায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান অনেক আগে থেকেই চালু রয়েছে। নতুন করে এখন আগরতলা সেক্টরে চালু হচ্ছে।বিমান পরিষেবা চালুর প্রস্তুতি হিসাবে মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার দুজন পাইলট ও কর্মকর্তা আগরতলা বিমান বন্দরের রানওয়ে ঘুরে দেখে গেছেন।বিমানবন্দরের টার্মিনাল ভবন ব্যবস্থাপনাও ঘুরে দেখেন। বিমানবন্দর অথরিটির সঙ্গেও কথা বলে যান।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.