ঐতিহ্যবাহী জামাই ষষ্ঠী!!
অনলাইন প্রতিনিধি :-জামাইষষ্ঠী বাঙালির ১২ মাসের তেরো পার্বণের মধ্যে একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক লৌকিক আচার। জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে এই আচার পালন করা হয়। এই দিনে বিবাহিত মেয়ে ও জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা হয়।
আগামীকাল জামাইষষ্ঠী। এখন প্রতিটি বাড়িতে মা-বোনেদের ব্যস্ততা অনেকটাই বেশি। পাশাপাশি ষষ্ঠীর জন্য যে মোঠা তৈরি করা হয় তার উপকরণও এখন শহরের বাড়িতে পাওয়া যায় না বললেই চলে। ফলে ভরসা বাজার। শহরের প্রতিটি বাজারেই ষষ্ঠীর বাজার নিয়ে বসেছে বিক্রেতারা। মুঠা বিক্রি হচ্ছে 50 টাকা বড়গুলি ও ছোট গুলি ৪০ টাকা দরে। চাহিদাও রয়েছে ভাল বলে জানান বিক্রেতারা। পাশাপাশি রেডিমেট জিনিস বাজারে পেয়ে ক্রেতারাও খুশি।