মহকুমা ভিত্তিক বনমহোৎসব অনুষ্ঠিত

 মহকুমা ভিত্তিক বনমহোৎসব অনুষ্ঠিত
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজ্য বন দপ্তরের উদ্যোগে বুধবার সকালে মহকুমাভিত্তিক বনমহোৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকীভবনে। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন উত্তর জেলা সভাধিপতি ভবতোষ দাস। সঙ্গে ছিলেন বিধায়ক যাদব লাল নাথ, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন প্রদ্যোত দে সরকার ও ভাইস চেয়ারপার্সন মঞ্জুনাথ, জেলা পুলিশ সুপার আইপিএস ভানুপদচক্রবর্তী, জেলা ফরেস্ট অফিসার সুমন মাল্লা সহ অন্যান্যরা। এদিন ধর্মনগর বীর বিক্রম ইন্সটিটিউশনের সামনে বৃক্ষরোপণ এবং অনুষ্ঠান মঞ্চে বৃক্ষে জল সিঞ্চনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন এই বনমহোৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দেখানো হয় বৃক্ষের নিধনযজ্ঞ এবং প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের ফলে মানুষের কি ক্ষতি হচ্ছে। মানুষকে এই পৃথিবীতে বাঁচতে হলে কি করতে হবে। বিভিন্ন স্কুল ও সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.