নয়া আইন কার্যকর হতেই জাস্টিস লোধের অভিনব রায়!!

 নয়া আইন কার্যকর হতেই জাস্টিস লোধের অভিনব রায়!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-১ জুলাই সারা দেশের সাথে রাজ্যেও কার্যকর হয়েছে অপরাধ সংক্রান্ত নতুন তিনটি আইন।সেই আইনকে সামনে রেখে মঙ্গলবার ত্রিপুরা হাইকোর্টে বিচারপতি অরিন্দম লোধ একটি মাদক সংক্রান্ত মামলায় অভিনব রায় ও নির্দেশ দিয়েছেন।নতুন কার্যকর হওয়া আইনে প্রথাগত শাস্তির পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার ৪(এফ) ধারায় কমিউনিটি সার্ভিসকেও একটি সংশোধনাত্মক শাস্তি হিসেবে বিবেচনা করা হয়েছে।সেই ধারাকে সামনে রেখে বিচারপতি শ্রী লোধ এই অভিনব রায় দিয়েছেন।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল ২০২৪ ইং বীরগঞ্জ থানার পুলিশ এনডিপিএস অ্যাক্টে একটি স্বতপ্রণোদিত মামলা গ্রহণ করে।বীরগঞ্জ থানা কেস নম্বর ১০/২০২৪। উক্ত মামলায় পুলিশ হেরোইন রাখা এবং বিক্রি করার অভিযোগে জীবনজয় ত্রিপুরা ও সেলেঞ্জয় ত্রিপুরা নামে দুই যুবককে গণ্ডাছড়া অমরপুর রোডস্থিত বাবুসাই থেকে গ্রেপ্তার করে।পরবর্তীতে ওই দুই অভিযুক্ত উচ্চ আদালতে জামিনের আবেদন করে। আবেদন নম্বর ৩৬/২০২৪। মঙ্গলবার জামিনের আবেদন শুনানি শেষে বিচারপতি শ্রী লোেধ অভিনব আদেশ দেন। বিচারপতি আদেশে বলেন, জামিনের আবেদনটি আরও একমাস পরে অর্থাৎ আগামী চার আগষ্ট অন্তিম শুনানি হবে।সেই সাথে দুই অভিযুক্তের পরিবারকে নির্দেশ দেন, তাদের নিজেদের পাড়া, গ্রাম ও মহকুমাজুড়ে নেশা বিরোধী প্রচার কর্মসূচি চালানোর জন্য।যাতে সমাজের কাছে নেশামুক্তির বার্তা দৃঢ়ভাবে পৌঁছে দেওয়া যায়।
বিচারপতি তার আদেশে আরও বলেছেন,প্রচার কর্মসূচি চলাকালীন অভিযুক্তদের পরিবারের লোকজন যেনো গ্রামের যুবক এবং অভিভাবকদের সাথে মত বিনিময় করে।যাতে গ্রামীণ এলাকায় নেশা ব্যবসার বিরুদ্ধে জনমত গড়ে উঠে।গণ্ডাছড়া থানার ওসি, বিডিও, এসডিএম, লিগ্যাল সার্ভিসেস অথরিটির নিযুক্ত প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার্সদের নির্দেশ দিয়েছেন, তারা যেন এই মাদক বিরোধী কর্মসূচি সংগঠিত করার সময় অভিযুক্তদের পরিবারবর্গকে সম্পূর্ণরূপে সাহায্য করে। গ্রামবাসীদের প্রতিক্রিয়া সম্বন্ধে অবহিত হয় এবং বিস্তারিতভাবে রিপোর্ট তৈরি করে উচ্চআদালতে জমা দেয়।জেলাশাসককেও পৃথকভাবে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি শ্রী লোধ।সমস্ত কর্মসূচির ছবি এবং ভিডিও করে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।সমস্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে আগামী চার আগষ্ট দুই অভিযুক্তের জামিনের আবেদনের অন্তিম শুনানির দিনে তা বিবেচনা করা হবে। অভিযুক্তদের জামিন মঞ্জুর হবে কি, হবে না,তা নির্ভর করবে সংশ্লিষ্ট কর্মসূচি এবং রিপোর্টের উপর। অভিযুক্তদের পক্ষে মামলা পরিচালনা করছেন বরিষ্ঠ আইনজীবী সুব্রত সরকার এবং সরকার পক্ষে মামলা পরিচালনা করছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সম্রাট ঘোষ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.