মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করল সানু

 মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করল সানু
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধিঃ শুধু মাত্র অর্থ উপার্জন করে পরিবার পরিজনদের নিয়ে খেয়ে পরে বেঁচে থাকাই যে জীবনের লক্ষ্য হতে পারে না, সংসারের পাশাপাশি সমাজের প্রতি যে আমাদের কর্তব্য নিষ্ঠা এবং দায়বদ্ধতা থেকে গেছে সেটাই প্রমাণিত সত্য। বাঁচার মতো বাঁচতে হলে সমাজ সংসারের প্রতি দায়বদ্ধতা অনস্বীকার্য। আর এই সামাজিক দায়বদ্ধতার মধ্যে অন্যতম হল মানব সেবা। সমস্ত ধর্মের মধ্যে সবচেয়ে বড় ধর্ম হল নি:স্বার্থভাবে মানুষের সেবা করা। আর সেটাই বাস্তবে রূপায়ণ করে দেখালেন রাজধানী আগরতলার ছেলে সানু মালাকার। মানব সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সানু। সে একজন নৃত্য শিল্পী। তার এই শিল্পসত্ত্বাকে কাজে লাগিয়ে টাকা উপার্জন করে পথশিশুদের এবং গরিবদের সাহায্যে এগিয়ে এসেছে সানু। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি রেকর্ড করা হয়েছে আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদের সামনে। ভিডিওটিতে দেখা গেছে রাজবাড়ির সামনে এক অসাধারণ নৃত পরিবেশন করেছে সানু এবং সেই নৃত্য দেখে খুশি হয়ে অনেকেই নিজেদের সাধ্য মতো টাকা তাকে দিয়েছে। এতটুকু পর্যন্ত বিষয়টা একেবারেই সাধারণ ছিল। অবাক করার বিষয় হল, এই উপার্জন করা টাকা সে নিজের জন্য কিংবা তার নিজের পরিবারের জন্য ব্যয় করেনি। তার উপার্জিত টাকাগুলো দিয়ে সেখানে থাকা গরিবদের সাহায্য করেছেন। এমন আরও বেশ কয়েকটি ভিডিও আছে তার প্রোফাইলে যেখানে দেখা গেছে নৃত্য পরিবেশনের মাধ্যমে টাকা উপার্জন করে নানাভাবে সে গরিবদের সাহায্য করছে। এই মানব সেবার পাশাপাশিও আরেকটি বিষয় উল্লেখ করতেই হয় যে, বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন সামাজিক মাধ্যমে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি ও মুখের খারাপ ভাষা ব্যবহার করে ভাইরাল হচ্ছে একটা অংশের ছেলে-মেয়েরা সে জায়গায় দাঁড়িয়ে সানুর মতো ছেলেরা প্রমাণ করে দিচ্ছে যে, নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে এধরনের ভালো কাজ করেও ভাইরাল হওয়া যায়।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.