থেমে গেল বুদ্ধদেব ভট্টাচার্যের জীবন যুদ্ধ!!
অনলাইন প্রতিনিধি :-সকালে প্রাতঃরাশ করার পর থেকেই প্রচণ্ড শ্বাসপ্রশ্বাসের সমস্যা দেখা দেয় । দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার আর শেষরক্ষা হল না। বৃহস্পতিবার ৮০ বছর বয়েসে থেমে গেল পশ্চিম বঙ্গের শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্যের জীবন যুদ্ধ। আগামীকাল গান সেলুটের মাধ্যমে মর্যাদা দিয়ে চির বিদায় জানানো হবে। পশ্চিমবঙ্গ সরকার বৃহস্পতিবার পূর্ণ দিবস সরকারি ছুটি ঘোষণা করেন।প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে এসে ইতিমধ্যেই পৌঁছেছেন মেডিকেল টিম। চলছে চক্ষুদানের প্রক্রিয়া। চিকিৎসার স্বার্থে দেহদান করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য্য।