ব্রাজিলে বিমান দূর্ঘটনা!!
অনলাইন প্রতিনিধি :-পারানা রাজ্যের ক্যাসকাভেল থেকে উড্ডয়ন করা একটি বিমান৬০ জন যাত্রীকে নিয়ে সাও পাওলো থেকে প্রায় ৮০ কিলোমিটার অর্থাৎ ৫০ মাইল উত্তর-পশ্চিমে যাত্রাপথে ভিনহেদো শহরে ভেঙ্গে পড়ে। ৬১ জন যাত্রীকে নিয়ে ৫০ মাইল দূরত্বে উড়ে গিয়ে ভেঙ্গে পড়া বিমানটি আঞ্চলিক টার্বোপ্রপ বিমান ছিল। বিমাটিতে থাকা ৬১ জন যাত্রীর কেউই প্রানে বেঁচে ফেরেনি। বিমানটিতে থাকা ৬১ জনেরই মৃত্যু হয়।