চলন্ত ট্রেনে আগুন!!
অনলাইন প্রতিনিধি :-চলন্ত ট্রেনে আগুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল শিয়ালদহ-বনগাঁ শাখার সংহতি হল্ট স্টেশনের আগে। বৃহস্পতিবার বিকেলে আপ বনগাঁ লোকাল সংহতি স্টেশন পৌঁছনোর আগেই চাকা থেকে আগুন বেরোচ্ছে দেখতে পাচ্ছেন যাত্রীরা। সঙ্গে সঙ্গে চালককে ট্রেন থামায়। আতঙ্কে রেললাইনে নেমে যান সকলে। প্রায় ঘণ্টা দুয়েক ব্যাহত হয় ট্রেন চলাচল। শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুনের কবলে পড়া ট্রেনটিকে রেললাইন থেকে সরানো যায়নি। ফলে বনগাঁ পর্যন্ত ট্রেন চলছে না। আপ লাইনের সমস্ত ট্রেন আপাতত হাবড়া পর্যন্ত চলছে।