বেতন বাড়লো এসপিও, পাম্প চালকদের, ৯৭৬ পদে নিয়োগ!!
অনলাইন প্রতিনিধি :-সাম্প্রতিক ভয়াবহ বন্যায় গোটা রাজ্য বেহাল। চতুর্দিকে শুধু ধ্বংসের ছবি। দুর্গত মানুষের হাহাকার।এই পরিস্থিতিতে রাজ্যবাসীর জন্য কিছু ভালো সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা।শুক্রবার রাজ্য মন্ত্রিসভার ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে কিছু সিদ্ধান্তের কথা শনিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন খাদ্য ও পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী।মন্ত্রিসভার সিদ্ধান্ত মোতাবেক অবশেষে জেআরবিটির মাধ্যমে বিভিন্ন দপ্তরে ২,৫০০ গ্রুপ ডি পদের চূড়ান্ত ফল প্রকাশ হচ্ছে। আগামী ৭ অথবা ৮ সেপ্টেম্বর এই ফল প্রকাশ করা হবে। এমনটাই জানিয়েছেন খাদ্যমন্ত্রী শ্রীচৌধুরী।এরপর বিভিন্ন দপ্তরের মাধ্যমে নির্বাচিতদের নিয়োগপত্র প্রদান করা হবে।উল্লেখ্য, ইন্টারভিউ শেষ হয়ে যাওয়ার পরও রছরখানেক ধরে আটকে ছিল ফলাফল।চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে বহুবার চাকরিপ্রার্থীরা ধরনা দিয়েছেন ডেপুটেশন দিয়েছেন।অবশেষে ফল প্রকাশ করা হচ্ছে। এক সাথে ২,৫০০ গ্রুপ ডি পদে চাকরি রাজ্যের জন্য খুশির খবর। নিয়ে কোনও সন্দেহ নেই। মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্র দপ্তরের অধীন কর্মরত এসপিওদের(স্পেশাল পুলিশ অফিসার) বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে এসপিওরা প্রতিমাসে ১২,০০০ টাকা করে পাবেন। এতে রাজ্যের ৩,৭৭৬ জন এসপিও উপকৃত হবেন। মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের ১৯টি পুর পরিষদ এবং ১টি পুর নিগমে কর্মরত পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই সিদ্ধান্তের ফলে এখন থেকে আয়রণ রিমুভ্যাল প্ল্যান্টের সাথে যুক্ত পাম্প অপারেটররা প্রতিমাসে ন্যূনতম ৭,৫০০ টাকা এবং আইআরপির সাথে যুক্ত ননপাম্প অপারেটররা প্রতিমাসে
ন্যূনতম সাত হাজার টাকা করে পাবেন।
সাংবাদিক সম্মেলনে মন্ত্রী আরও জানান, স্বরাষ্ট্র দপ্তরে ৯১৬টি কনস্টেবলের (মহিলা-পুরুষ) শূন্যপদে লোক নিয়োগ করা হবে।এর আগে স্বরাষ্ট্র দপ্তরে ১,০০০ কনস্টেবল পদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়েছে। শীঘ্রই ওই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। অর্থাৎ ১,০০০ কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শেষ হলে, নতুন করে ৯১৬টি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।এছাড়াও পর্যটন দপ্তরে ৫১টি বিভিন্ন ক্যাটাগরির নতুন পদ সৃষ্টি ও নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পদগুলোর মধ্যে রয়েছে অ্যাসিস্টেন্ট, গ্রুপ-সি, গ্রুপ-ডি ইত্যাদি।তথ্য ও প্রযুক্তি দপ্তরে আটজন সিনিয়র ইনফরমেটিক অফিসার (গ্রুপ-এ) এবং একজন এলডিসি নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।সিনিয়র ইনফরমেটিক অফিসার টিপিএসসির মাধ্যমে এবং এলডিসি জেআরবিটির মাধ্যমে নিয়োগ করা হবে। এছাড়াও আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলে জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।