প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ!!
অনলাইন প্রতিনিধি :-প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতে গিয়ে আটক দালাল সহ পাঁচ বাংলাদেশি নাগরিক ।ঘটনা কমলপুর মহকুমার রাঙ্গিছড়া বি ও পি এর আওতাধীন সীমান্ত এলাকায় । রবিবার সকালে সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১০৫ ব্যাটেলিয়ন সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ান রা আটক করে পাঁচ বাংলাদেশি সহ টাউট কে । এর মধ্যে নয় বছরের এক শিশুও রয়েছে । আটক বাংলাদেশি নাগরিকরা সকলে ওই দেশের হবিগঞ্জ জেলার শেরপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে । যারা আটক হয়েছেন তারা হলেন রানা সূত্রধর (৫৭) উনার স্ত্রী সেলিরানি সূত্রধর (৫২) উনার ছেলে দুলাল সূত্রধর (২৭) উনার ছোট ছেলে সজীব সূত্রধর (২০) এবং রানা সূত্রধরের বড় ছেলের নয় বছরের সন্তান । এদের সঙ্গে আটক হয়েছে বাংলাদেশী টাউট বিনয় কুমার । এদের সকলকে কমলপুর থানার হাতে তুলে দিয়েছে বি এস এফ । জানা গেছে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক হুমকি আর হুজ্জুতির মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তারা।
এ ব্যাপারে কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক আয়ুষ শ্রীবাস্তব আরও বিস্তারিত জানিয়েছেন।