জিরানীয়ায় মাফিয়ার বাড়ি লক্ষ্য করে গুলী চালালো দুষ্কৃতকারীরা!!
অনলাইন প্রতিনিধি :-ঠিকাদারি নিগোসিয়েশন বাণিজ্য ঘিরে মান্দাই ও খুমুলুঙে তিন তিনটি গুলী কাণ্ডের ঘটনার পর এবার বাম আমলের প্রাক্তন এক নিগোমাফিয়ার বাড়িতে গুলী চালালো দুষ্কৃতীরা।ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আনুমানিক একটা নাগাদ।জিরানীয়া থানাধীন দাস পাড়া এলাকায়।অভিযোগ রাতে এলাকার বিমল দাসের বাড়িতে দুষ্কৃতীরা কয়েক রাউন্ড গুলী চালায়।খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যান।পরবর্তী সময়ে তদন্তে নেমে জিরানীয়া থানার পুলিশ দুটি গুলীর খোল উদ্ধার করেছে।পুলিশ সূত্রে জানা গেছে বিমল দাসের বাড়ির একটি জানালা ও বাড়ির ওয়ালে গুলী করার স্পট পাওয়া গেছে।এ ব্যাপারে খবর লেখা পর্যন্ত থানায় মামলা করেনি বিমল দাসের পরিবার। অভিযোগ রাম আমলে বিমল দাস ঠিকাদারি নিগোসিয়েশনের বাণিজ্যে যুক্ত ছিল।ক্ষমতার পরিবর্তনের পর বিমল দাস কলকাতায় পালিয়ে যান। দাস পাড়ার বাড়িতে তার স্ত্রী ও সন্তান সহ ভাড়াটিয়া থাকে।সম্প্রতি বিমল দাস বাড়িতে এসে দুই তিন দিন থেকে গত পরশু কলকাতা চলে গেছে বলে খবর।রাতে এই গুলী কাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিযোগ রাতে প্রায় চার পাঁচ জনের দুষ্কৃতীর দল রেনকোট পরে এলাকায় এসে কয়েক রাউন্ড গুলী ছুড়ে পালিয়ে যায়।তবে কে বা কারা এই গুলী কাণ্ডে যুক্ত তার হদিশ এখনও পুলিশ বের করতে পারেনি। এলাকাবাসীর মতে পাঁচ ছয় রাউন্ড গুলী করা হয়।গুলী কাণ্ডের ঘটনার পেছনে আদৌ কোনও রহস্য লুকিয়ে -রয়েছে কিনা তা প্রশ্নের। তবে গোটা ঘটনার তদন্তে নেমেছে থানার পুলিশ।অভিযোগ রেল স্টেশন থেকে শুরু করে সর্বত্র বাম আমলে ছিল বিমল দাসের নিগোবাণিজ্য। ক্ষমতার পালা বদলের পর বিমল দাস রাজ্যছাড়া হলেও তার বাড়িতে কিন্তু আজ পর্যন্ত কোনও ধরনের ঘটনা ঘটেনি।তবে আচমকা এই প্রাক্তন নিগোমাফিয়ার বাড়িতে গুলীর ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত।