হায়দ্রাবাদের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা শুরু সোমবার!!

 হায়দ্রাবাদের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা শুরু সোমবার!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-হায়দ্রাবাদে যাতায়াতে সরাসরি বিমান পরিষেবা শুরু হচ্ছে সোমবার থেকে।ইন্ডিগো ১৮০ আসনের এয়ার বাস চালাবে এই রুটে সপ্তাহে ৪ দিন। সোম, বুধ, শুক্র ও রবিবার এই রুটে বিমান চলবে।৬ই- ৬৭৪৬ বিমানটি হায়দ্রাবাদ থেকে সকাল সাড়ে সাতটায় রওনা হয়ে আগরতলায় এমবিবি বিমানবন্দরে পৌঁছবে সকাল দশটা কুড়ি মিনিটে।আগরতলা থেকে এই বিমানটি ৬ই -৬৭৪৭ নম্বর হয়ে সকাল ১০টা ৫৫ মিনিটে হায়দ্রাবাদের উদ্দেশ্যে আকাশে উড়বে।বিমানটি বেলা একটা ৪৫ মিনিটে হায়দ্রাবাদ বিমানবন্দরে অবতরণ করবে।ইন্ডিগো আগরতলা হায়দ্রাবাদের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা চালু করায় রাজ্যের বিমান যাত্রীদের যাতায়াতে ভালো সুবিধা হলো।এখন হায়দ্রাবাদে রাজ্যের বহু মানুষ চিকিৎসা পরিষেবা, উচ্চশিক্ষা লাভে,বেসরকারী চাকুরি, ব্যবসা, ভ্রমণ ইত্যাদি নানা কাজে যান।তাই এখন বিমানে সরাসরি আসা-যাওয়া করতে পারবেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.