জাতীয় পাওয়ার লিফটিং-এ তিন বিভাগে রাজ্যদল ঘোষনা
হায়দ্রাবাদে আয়োজিত জাতীয় সাব জুনিয়র , জুনিয়র ও মাস্টার্স ম্যান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের লক্ষ্যে রাজ্যদল গঠন করলো ত্রিপুরা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশন । আজ রাজধানীর এনএসআরসিসির ওয়েটলিফটিং হলে আয়োজিত এক নির্বাচনি শিবিরের মধ্য দিয়ে তিন বিভাগে রাজ্যদল গঠন করা হয় । বাছাই শিবির শেষ করার পর তিন বিভাগে রাজ্যদল ঘোষণা করেন অ্যাসোসিয়েশনের সচিব নারায়ণ চন্দ্র দেবনাথ । এ প্রসঙ্গে তিনি বলেন , সাব জুনিয়র ও জুনিয়র বিভাগে ছেলেমেয়ে এবং মাস্টার্স ম্যান এই তিন বিভাগে দল গঠন করা গেলেও প্লেয়ার সঙ্কটের কারণে মাস্টার্স ওমেন্স বিভাগে টিম করা সম্ভব হয়নি । আজ ধলাই ও খোয়াই জেলা দুটো বাদে বাকি ছয়টি জেলা থেকে দুশোজন ছেলে ও মেয়ে এই নির্বাচনি শিবিরে অংশগ্রহণ করেন । এর মধ্যে ছেলে একশো পঞ্চাশজন । বাকি পঞ্চাশজন মহিলা খেলোয়াড় রয়েছেন । পারফরম্যান্সের নিরিখে তিন বিভাগে সেরা খেলোয়াড়দের বাছাই করে নেওয়া হয় । আগামী ১-২ জুলাই রাজ্যদল হায়দ্রাবাদের উদ্দেশে আগরতলা থেকে রওনা দেবে । তবে যাওয়ার আগে এক সপ্তাহের প্রস্তুতি শিবিরের আয়োজন করা হবে ।
যা কুড়ি জুন থেকে এনএসআরসিসিতে শুরু হবে। টিমের পারফরম্যান্স সম্পর্কে তিনি বলেন , টিমটা যথেষ্ট ভালো হয়েছে । আশা করছি ভালো রেজাল্ট হবে । গত ২০১৭ সালে শেষবার জাতীয় আসরে অংশগ্রহণ করেছিল ত্রিপুরা । যেখানে দুটো ব্রোঞ্জ পদক পেয়েছিল ত্রিপুরা । প্রসঙ্গত , আগামী ৫-১০ জুলাই অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দ্রাবাদে হচ্ছে পাওয়ার লিফটিংয়ের এই আসর । এ দিন তিন বিভাগে রাজ্যদলের খেলোয়াড়দের নামের তালিকা ঘোষণা করা হলেও অফিসিয়ালদের নাম ঘোষণা করা হয়নি রাজ্যদল : সাব জুনিয়র বালক : মহম্মদ ইসমাইল , জয়দীপ বণিক , দীপু ত্রিপুরা , বরুণ শর্মা ও ডেনিয়েল জমাতিয়া ।.. বালিকা বিভাগ : সঙ্গীতা চৌধুরী , শিখা মল্লিক , জিসা চাকমা , রঙ্গদেবী দেববর্মা , সেরিয়া আচার্য ও সুস্মিতা দে । জুনিয়র বালক বিভাগ ঃ রজত কুমার দাস , বিপ্রজিত রায় , সুপ্রদীপ সরকার , অর্পন সূত্রধর , প্রিন্স বর্মণ ও গোপাল সাহা । বালিকা বিভাগ : অনিন্দিতা সরকার ও জয়িতা শীল । মাস্টার্স ম্যান: স্বপন দাস , নির্মল দাস ও অমল ঘোষ ।