গান্ধী জন্মজয়ন্তী
অনলাইন প্রতিনিধি:-২ অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। আজ থেকে ঠিক ১৫৫ বছর আগে গুজরাটের পোরবন্দর জন্মগ্রহণ করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে। সরকারিভাবে এদিন সকালে রাজধানীর সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্য সরকারের শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। তাছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডক্টর বিশাল কুমার। পরবর্তীতে গান্ধী ঘাটে গান্ধীর শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।