আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রদ্যোত!!

 আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রদ্যোত!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। তিনি উদ্বেগের সাথে বলেন রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার চক্রান্ত চলছে। যা রাজ্যের জন্য সুখকর হচ্ছে না।
প্রদ্যোত কিশোর দেববর্মণ সাংবাদিকদের বলেন,আমরা রাজ্যের শান্তি সম্প্রতি, উন্নয়নের স্বার্থে জোট করেছি।তার মানে আমরা কারোর ‘বি’ টিম না।তিপ্রা মথা দল চুপ করে বসে থাকার জন্য তৈরি করা হয়নি।রাজ্যে দুর্নীতি হলে, গরিব মানুষের উপর হামলা হলে, আমরা প্রতিবাদ করব। তবে দেখা যাচ্ছে আমাদের কিছু নেতা ক্ষমতায় বসে সব কিছু ভুলে গিয়েছেন।উল্টো এই সৰ নেতাদের মেদ ও আত্ম অহঙ্কার বেড়ে গিয়েছে। যা সঠিক হচ্ছে না।তাই রাজ্যের শান্তি সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষায় তিপ্রা মথার নেতা কর্মীদের গণতান্ত্রিক পদ্ধতিতে রাজ্যব্যাপী প্রতিবাদ আন্দোলন করার জন্য তিনি আহ্বান জানান।তিনি বলেন, রাজ্যের পুলিশ থানাতে কাউকে মারা হচ্ছে।
মন্দির,মসজিদে হামলা হলে, গির্জাতে আগুন লাগানো হলে আমরা আর চুপ করে বসে থাকবো না। এবার রাজপথে প্রতিবাদ হবে। ঐক্য, সংহতি রক্ষায়, রাজ্যবাসীকে রাজনৈতিকভাবে সচেতন থাকতে হবে।তার মতে একটি অংশ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট জনসমাজকে একসাথে থাকতে দিচ্ছে না। যদিও রাজ্যের পরিস্থিতি এ রকম ছিল না।
প্রদ্যোত কিশোর দেববর্মণ আরও বলেন, রাজ্য সঠিক পথে নেই।রাজ্যের পরিস্থিতি এ রকম জায়গায় এসে ঠেকেছে যে, রাজ্যের মানুষ বর্তমানে রাস্তা নির্মাণ, কর্মসংস্থান, উন্নয়ন,একতা,ঐক্য, থানসা, শান্তি-সম্প্রতি নিয়ে কথা বলছেন না। সবাই ধর্ম নিয়ে কথা বলছেন।তাই ঐক্য রক্ষায় তিপ্রা মথার সদস্যদের দায়িত্ব নিতে হবে।রাজ্যের মানুষ হিন্দু, মুসলিম, ট্রাইবেল- বাঙালি নিয়ে কথা বলছেন। এমনকী ট্রাইবেল জনসমাজের মধ্যে পর্যন্ত রিয়াং, জমাতিয়া, দেববর্মা, খ্রিস্টান, হিন্দু নিয়ে কথা বলছেন মানুষ। তবে সহজেই অনুমেয় বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। পর্দার পেছনে কারা এই চক্রান্ত করছে। আমাদের তা খুঁজে বের করতে হবে।

তিনি বলেন, তিপ্রা মথা দল ও দলের সর্বস্তরের সদস্যদের স্বাধীনতা রয়েছে। আমাদের মূল লড়াই সংবিধানিক অধিকার আদায় করা। তার মানে রাজ্যের শান্তি-সম্প্রতি বিনষ্ট করা হবে, আমরা চুপ করে বসে থাকবো না। এসব আর হবে না। যেখানে অন্যায়, অত্যাচার হবে আমরা প্রতিবাদ করব। তিনি বলেন, তিপ্রা মথার নেতা, কর্মী, সমর্থকদের কোনও বাধা নেই। পথে নামুন। তিনি সকলকে অন্যায় ও ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানান।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.