চাকরির দাবিতে আন্দোলনে যুব কংগ্রেস!!
অনলাইন প্রতিনিধি :-নেশা নয় চাকরি চাই-এই স্লোগানে সোমবার থেকে পর্যায়ক্রমে রাজ্যের ৮ জেলায় ময়দানে নামছে যুব কংগ্রেস।রবিবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে কর্মসূচির কথা জানান,যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা।তিনি বলেন, রাজ্যের বেকাররা বেকারত্বের জ্বালায় ভুগছে।বর্তমান রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েও কথার খেলাপ করছে। কথামতো শূন্যপদ পূরণ করা হচ্ছে না।প্রতিটি দপ্তরেই রয়েছে শূন্যপদ।তিনি বলেন, আউটসোর্সিং প্রথার ফলে পিআরটিসি নিয়ে ব্যাপক অনিয়ম হয়েছে।বহিঃরাজ্যের বহু প্রার্থী পিআরটিসি পেয়েছে বাঁকা পথে।যার প্রেক্ষিতে আউটসোর্সিং প্রথা বন্ধ করার দাবি জানিয়েছে কংগ্রেস।এদিন নেশার রমরমা বাণিজ্য নিয়েও যুব কংগ্রেস ক্ষোভ ব্যক্ত করেছে। যুব কংগ্রেস সভাপতি বলেন, গোটা রাজ্য নেশায় জর্জরিত।পুলিশি ব্যবস্থা নিষ্ক্রিয়।আগামী ডিসেম্বর মাসে নেশার বিরুদ্ধে বড়সড় আন্দোলনে নামার ইঙ্গিতও দিয়েছে কংগ্রেস।রাজ্যে ক্রমবর্ধমান নানান অপরাধমূলক ঘটনা সহ আইনশৃঙ্খলার ব্যাপক অবনতিতে যুব কংগ্রেস উষ্মা ব্যক্ত করেছে।যুব কংগ্রেস সভাপতি বলেন,রাজ্যে দিনেদুপুরেই খুন হচ্ছে।মুখে কুলুপ মুখ্যমন্ত্রীর।তিনি বলেন,রাজ্য আইনের শাসন নেই।সন্ধ্যারাতেই ব্যবসায়ী খুন হচ্ছেন।নারীরাও সুরক্ষিত নয়।রাজ্যের বিভিন্ন প্রান্তে নানান অপরাধমূলক ঘটনা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে।সরকার এবং প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ।পাশাপাশি তিনি অভিযোগ করেন, রাজ্যে বেকার সংখ্যা বৃদ্ধি পেলেও
সরকারের ন্যূনতম হেলদোল নেই।শ্রীসাহা আরও বলেন, বেকারদের স্বার্থে আগামীকাল অর্থাৎ সোমবার থেকে সারা রাজ্যে ডেপুটেশন এবং বিক্ষোভ প্রদর্শন করবে যুব কংগ্রেস নেতৃত্ব।এদিন সদর জেলায় হবে বিক্ষোভ কর্মসূচি।তাতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান যুব কংগ্রেস সভাপতি।পাশাপাশি তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধেও তীব্র সমালোচনায় মুখর হন।এদিনের সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেস সভাপতি ছাড়াও অন্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।