কৃত্রিম বাতির বাজার দখলে ব্রাত্য মাটির প্রদীপ!!

 কৃত্রিম বাতির বাজার দখলে ব্রাত্য মাটির প্রদীপ!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-শারদ উৎসব শেষ হতে না হতেই এবার পালা আলোর উৎসব দীপাবলির। আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি,তারপরই মেতে উঠবে আলোর রোশনাই এ জগৎবাসী। দীপাবলীকে কেন্দ্র করে বহুকাল আগে থেকেই মাটির প্রদীপ প্রধান চাহিদা হলেও কালের বিবর্তনে বর্তমানে যেন অনেকটাই ব্রাত্য মাটির প্রদীপ। তেলিয়ামুড়া করোইলং স্থিত শিশু বিহার গ্রামের মৃৎশিল্পী স্বপন রুদ্র পাল দীর্ঘ ১৪ বছর ধরে পারিবারসূত্রে এই মাটির প্রদীপ তৈরি করে আসছেন। দৈনিক সংবাদ কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন একটা সময় মাটির প্রদীপের ব্যাপক চাহিদা থাকলেও বর্তমানে মাটির প্রদীপের কদর কমেছে। বাজার দখল নিয়েছে বিভিন্ন রঙিন ইলেকট্রনিক লাইট, কৃত্রিম প্রদীপ, কালারিং মোমবাতি। ফলে এর ক্ষতির দায়ের কোপের ভার সরাসরি বসেছে মৃৃৃৃৃত শিল্পীদের ঘারে। তা সত্বেও প্রতিকুলতাকে হার মানিয়ে স্বপন বাবুসহ কয়েকজন এখনও মাটির প্রদীপ বানানোর কাজ চালিয়ে যাচ্ছেন। বলাবাহুল্য, দেশের প্রধানমন্ত্রী ভোকাল ফর লোকাল এর ডাক দিয়েছেন সেখানে যদি স্থানীয় উদ্যোগে স্বপন রুদ্র পালের মত মৃৎ শিল্পীদের হাতে তৈরি করা মাটির প্রদীপ ব্যবহার করার উদ্যোগ গ্রহণ করা হতো, তাহলে হয়তো লুপ্ত হয়ে যেতোনা, দীর্ঘকালের ঐতিহ্য বহন করা মাটির প্রদীপ। হাসি ফুটতো দীর্ঘকাল পারিবারিক সুত্র ধরে করে আসা মাটির প্রদীপ তৈরির মৃৎশিল্পীদের মুখে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.