নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!
উপনির্বাচন পথ দেখাবে ২৩-এরঃ জিতেন্দ্র
তেইশের সাধারণ নির্বাচনের দিকে লক্ষ করে অগ্রসর হতে হবে । গণতন্ত্র ও শান্তির পক্ষে সবাই প্রস্তুত হন । এই উপনির্বাচনকে ভিত্তি করে মানুষকে আগামীদিনের চিন্তা করতে হবে । বক্তব্য সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর । আজ মহকুমার দুর্গা চৌমুহনীতে সুরমা বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী অঞ্জন দাসের সমর্থনে এক প্রকাশ্য সমাবেশে তিনি বক্তব্য রাখেন । বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সম্পাদক বলেন , বিগত সাধারণ নির্বাচনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি থেকে শুরু করে অন্য নেতা মন্ত্রীরা একই সুরে কথা বলে গেছেন ৷পঞ্চাশ হাজার চাকরি হবে , ঘরে ঘরে চাকরি হবে ইত্যাদি । বিশ্বাস করেছেন সবাই । কিন্তু বাস্তবে ফল অন্য বলে তিনি মন্তব্য করেন । তিনি বলেন , এই সময় উপনির্বাচন হবার কথা নয় , মানুষ পাঁচ বছরের জন্য ভোট দিয়েছেন । নির্বাচন মানেই অনেক অর্থ খরচ । যুবরাজনগরে প্রার্থীর মৃত্যুতে উপ নির্বাচন হচ্ছে । কিন্তু অন্য তিনটিতে হচ্ছে বিজেপির অভ্যন্তরীণ সমস্যার জন্য । বিজেপির প্রতি মোহভঙ্গ মানুষ সঠিক সিদ্ধান্ত নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন । সভায় সিপিআই – এর রাজ্য পরিষদের কর্মকর্তা রাশবিহারী ঘোষ , প্রার্থী অঞ্জন দাস , সিপিএমের যুব সংগঠনের কর্মকর্তা অমলেন্দু দেববর্মা , জিএমপির বদর লাল হালাম প্রমুখ বক্তব্য রাখেন । আজ রাজ্য সম্পাদক আরও একাধিক সভায় বক্তব্য রাখেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে ।