ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!
দীপাবলির রাতে ৩১৮ জায়গায় আগুন!

অনলাইন প্রতিনিধি :-দীপাবলির রাতে ব্যস্ততায় ভরপুর রইল দিল্লির দমকল বিভাগ।একই রাতে দিল্লিতে ৩১৮টি জায়গায় অগ্নিকান্ড সংগঠিত হয়। বিগত ১০ বছরে এটাই একদিনে সর্বাধিক অগ্নিকাণ্ডের ঘটনা। দিল্লির দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, দীপাবলির রাতে মোট ৩১৮টি ফোন এসেছে। অধিকাংশ অগ্নিকাণ্ড গ্রেটার নয়ডা এলাকায় ঘটেছে। তাছাড়া, ১০টি জায়গায় বড়সড় আগুন লাগে। অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যুর খবর মিলেছে। আহত কমপক্ষে ১২ জন।