৩৭০ ধারা প্রত্যহের দাবিতে তুলকালাম কাশ্মীর বিধানসভা!!
অনলাইন প্রতিনিধি :-অনুচ্ছেদ ৩৭০ ধারার মর্যাদা ফেরাতে প্রস্তাব পাশ করে জম্মু ও কাশ্মীর বিধানসভা। ন্যাশনাল কনফারেন্স এই প্রস্তাব পেশ করতেই বিধানসভায় হট্টগোল শুরু হয়ে যায়। প্রস্তাব কে সমর্থন করেননি বিজেপি বিধায়কেরা। পরে অবশ্য ধ্বনিভোটে প্রস্তাবটি পাশ করানো হয়। বুধবার এই নিয়ে বিধানসভায় আর কোনও আলোচনা হয়নি। বৃহস্পতিবার কাশ্মীর সংসদ সভায় ৩৭০ ধারা বিলুপ্তির প্রতিবাদে একটি ব্যানার নিয়ে হাজির হন বারামুলার সাংসদ আওয়ামি ইত্তেহাদ পার্টির প্রধান ইঞ্জিনিয়ার রশিদের ভাই খুরশিদ আহমেদ শেখ।ব্যানারে দুটি দাবি লেখা ছিল। ৩৭০ ধারা পুনর্বহাল করতে হবে এবং রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে। খুরশিদ আহমেদ শেখের ব্যানারের প্রদর্শনে আপত্তি জানায় বিজেপি। কিন্তু খুরশিদ আহমেদ কোনোমতেই ব্যানার সরাতে নারাজ। শেষমেশ দুই শিবিরের মধ্যে বিবাদ শুরু হয়। বিবাদ গড়ায় হাতাহাতিতে। ওয়েলে নেমে আসেন বিজেপি বিধায়করা। নেমে আসেন নির্দল এবং আওয়ামি ইত্তিহাদ পার্টির বিধায়করাও। রীতিমতো শুরু হয়ে যায় মারামারি। শেষে নিরাপত্তারক্ষীদের তলব করতে হয়। অধিবেশন মুলতুবি করে স্পিকার।