মণিপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা, বন্ধ ইন্টারনেট,, কার্ফু জারি!!
ধোঁয়াশার চাদরে ঢাকা পড়েছে দিল্লি, বন্ধ পঠন পাঠন!!
অনলাইন প্রতিনিধি :-বিষাক্তপুরী রাজধানী দিল্লী। শীত পড়তেই কুয়াশা নয়, ধোঁয়াশার চাদরে ঢাকা পড়েছে দিল্লি। পরপর তিনদিন ‘ভয়াবহ’ মাত্রায় রয়েছে দিল্লির বাতাসের গুণমান। বাতাসের গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইনডেক্স পৌঁছেছে ৪৯৮ -এ। বিশ্বের সবথেকে দূষিত শহরের মধ্যে দ্বিতীয় স্থানেই নাম রয়েছে দিল্লির। এহেন পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লির সবথেকে দূষিত জায়গাগুলির মধ্যে শীর্ষে রয়েছে জাহাঙ্গীরপুরী সেখানে দূষিত বাতাসের গুণগত মান ৪৫৮। দ্বিতীয়ে রয়েছে বাওয়ানা, উক্ত স্থানে বাতাসের গুণগত মান ৪৫৫। তৃতীয়ে রয়েছে ওয়াজিরপুর। বাতাসের গুণগত মান ৪৫৫ রয়েছে। চতুর্থে রয়েছে দিল্লির রোহিনী। সেখানে বাতাসের গুণগত মান ৪৫২ রয়েছে। পঞ্জাবী বাগে বাতাসের গুণগত মান ৪৪৩।
ঘন কুয়াশার সাথে পাল্লা দিয়ে দূষণ। গোটা দিল্লি কার্যত ধোঁয়াশার চাদরে মুড়ে গিয়েছে। কিছু কিছু জায়গায় দৃশ্যমানতা কমে শূন্যে দাঁড়িয়েছে। ব্যাপক সমস্যা পড়তে হচ্ছে যানবাহন চালকদের । বিমান উড্ডয়নেও বিলম্ব হচ্ছে। রেলপথেও বিপাকে পড়তে হচ্ছে। অধিকাংশ ট্রেনই কমপক্ষে ২ ঘণ্টা দেরিতে চলছে।