পঞ্চম দিনে পদকশূণ্য ত্রিপুরা

 পঞ্চম দিনে পদকশূণ্য ত্রিপুরা
এই খবর শেয়ার করুন (Share this news)

অ্যাথলেটিক্সের হার্ডলস ইভেন্টে ফাইনালে উঠে পদক থেকে অনেকটা দূরেই নিজের অভিযান শেষ করলো ত্রিপুরার অ্যাথলিট সুমিতা দেববর্মা । হরিয়ানার পঞ্চকুলাতে আয়োজিত চতুর্থ খেলো ইণ্ডিয়ার জাতীয় যুব আসরের আজ পঞ্চমদিনে সকালে হার্ডলস প্রতিযোগিতায় সাফল্যের সাথে উন্নীত হয়ে ফাইনালে উঠে পদক জয়ের একটা সম্ভাবনা তৈরি করেছিল সুমিতা । তবে বিকালে এ দিন হার্ডলস প্রতিযোগিতায় ফাইনালে নেমেই নিরাশ করে সে । হার্ডলসে সপ্তম স্থান দখল করে সুমিতা । অন্যদিকে , দুশো মিটার দৌড়ে ফাইনালে উঠে এলো ত্রিপুরার আরেক অ্যাথলিট কুশ কুমার দত্ত । আগামীকাল সকালে ফাইনালে নামছে সে । এখন দেখার কুশ পদক এনে দিতে পারে কি না । আগামীকাল টেনিসে ত্রিপুরার তুইজলাং দেববর্মা কোয়ার্টার ফাইনাল প্রতিযোগিতায় নামছে ।

আজ থেকে সুইমিং কম্পিটিশন শুরু হয়েছে । সেখানে ত্রিপুরার সুইমাররা নেমেছে । তবে কোনও সাফল্য নেই । জুডো প্রতিযোগিতা আজ থেকে শুরু হচ্ছে । বডি ওয়েট নেওয়া হচ্ছে । ওয়েটলিফটিং প্রায় শেষ । হরিয়ানা থেকে ত্রিপুরা দলের সেফ দ্য মিশন বিপ্লব কুমার দত্ত জানান , অ্যাথলেটিক্সে কাল ফাইনালে নামছেন কুশ কুমার দত্ত । দেখা যাক কি হয় । তবে এই খেলো ইণ্ডিয়াতে পদক জেতা খুব কঠিন । এখানে হাই পারফরম্যান্স হচ্ছে । বাছাই করা খেলোয়াড়রাই বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নিয়েছে । ফলে লড়াই অনেকটা কঠিন । রেজাল্ট পেতে হলে আরও বেশি সময় নিয়ে প্র্যাকটিসের প্রয়োজন । বেটার পারফরম্যান্সের জন্য খেলোয়াড়দের সেভাবে তৈরি করতে হবে । তা না হলে সাফল্য আসা সম্ভব নয় । এদিকে , যোগা , থাংতা ও জিমনাস্টিক্স তিন ইভেন্টে ত্রিপুরা টিম আজ হরিয়ানা থেকে আগরতলার উদ্দেশে রওনা হয়েছে ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.