রেশনমানি, ড্রেস অ্যালাউন্স বৃদ্ধি তিন দপ্তরে নিয়োগ ২৫৩ জন!!

 রেশনমানি, ড্রেস অ্যালাউন্স বৃদ্ধি তিন দপ্তরে নিয়োগ ২৫৩ জন!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-টিএসআর এবং রাজ্য পুলিশে রেশনমানি বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছিল আগেই।মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে তার অনুমোদন দেওয়া হলো। এখন থেকে টিএসআর জওয়ানরা প্রতিমাসে রেশনমানি পাবে দুই হাজার টাকা করে।পূর্বে টিএসআর জওয়ানদের রেশনমানি ছিল এক হাজার টাকা।এক হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে।একই সাথে এখন থেকে রাজ্য পুলিশ কর্মীরাও প্রতিমাসে রেশনমানি পাবে দুই হাজার টাকা করে।পুলিশ কর্মীদেরও পূর্বে রেশনমানির পরিমাণ ছিল এক হাজার টাকা।পুলিশ কর্মীদের রেশনমানিও এক হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক শেষে মহাকরণে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।.
সাংবাদিক সম্মেলনে মন্ত্রী শ্রী চৌধুরী আরও জানান, টিএসআর এবং পুলিশকর্মীদের শুধু রেশনমানি বৃদ্ধিই নয়,তাদের ড্রেস অ্যালাউন্সও বৃদ্ধি করা হয়েছে।পূর্বে টিএসআর জওয়ানরা বছরে দশ হাজার টাকা করে ড্রেস অ্যালাউন্স পেতো।এখন থেকে তারা বছরে পাবে বারো হাজার টাকা করে।দুই হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে।পুলিশ কর্মীরা পূর্বে বছরে ড্রেস অ্যালাউন্স পেতো সাত হাজার পাঁচশ টাকা করে। এখন তারা পাবে বছরে নয় হাজার পাঁচশ টাকা করে। পুলিশ কর্মীদের ড্রেস অ্যালাউন্সও দুই হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। মন্ত্রী জানান, রাজ্যে বর্তমানে টিএসআর এবং পুলিশ কর্মীর সংখ্যা হচ্ছে ২১ হাজার ৭৯৪ জন। নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর প্রতিমাসে অতিরিক্ত ব্যয় হবে ২ কোটি ১৭ লক্ষ ৯৪ হাজার টাকা। বছরে ব্যয় হবে ২৬ কোটি ১৫ লক্ষ ২৮ হাজার টাকা।মন্ত্রী জানান, এ দিন মন্ত্রিসভার বৈঠকে বিদ্যালয় শিক্ষা দপ্তরে ১২৫ জন পিইটি এবং যুব ও ক্রীড়া দপ্তরের অধীন ৭৫ জন জুনিয়র পিআই নিযুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।এছাড়াও ফিশারি দপ্তরে ৫৩ জন ফিশারি অফিসার (গ্রেড ওয়ান পোস্টে) নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।ফিশারি অফিসার নিয়োগ করা হবে টিপিএসসির মাধ্যমে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.