ফের মূল্যবৃদ্ধি পাইপ গ্যাসের!!

 ফের মূল্যবৃদ্ধি পাইপ গ্যাসের!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-আবারও মূল্যবৃদ্ধি হলো পাইপলাইন গ্যাসের। মঙ্গলবার,১৯ নভেম্বর মধ্যরাত থেকে কার্যকর হবে বর্ধিত মূল্য। মঙ্গলবার দুপুরে এই সংক্রান্ত নির্দেশিকায় স্বাক্ষর করেন পাইপলাইন গ্যাসের পরিবহণ ও সরবরাহ তথা বিক্রির দায়িত্বপ্রাপ্ত সংস্থা ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের সংশ্লিষ্ট আধিকারিক।ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড তথা টিএনজিসিএলের তরফে এ নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে মূল্যবৃদ্ধি ঘটেছে সব ধরনের পাইপলাইন গ্যাসের। যানবাহনে ব্যবহৃত পাইপলাইন গ্যাস সিএনজির মূল্যবৃদ্ধি ঘটেছে প্রতি কিলোগ্রামে ৫০ পয়সা করে। বাড়িঘরে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সহ কারখানা ইত্যাদিতে ব্যবহারের পাইপলাইন গ্যাসের মূল্য বৃদ্ধি ঘটেছে প্রতি একক ইউনিটে ৫০ পয়সা করেই। বোধজংনগর শিল্পাঞ্চলের জন্য এই মূল্যবৃদ্ধি ঘটেছে প্রতি একক তথা ইউনিটে ১৫ পয়সা করে।
পশ্চিম জেলায় বর্তমানে যানবাহনে ব্যবহৃত পাইপলাইন গ্যাস সিএনজির বর্তমান মূল্য প্রতি কিলোগ্রাম ৭৫ টাকা ৪১ পয়সা।এর দাম বেড়ে হয়েছে ৭৫ টাকা ৯১ পয়সা।পশ্চিম জেলার বাইরে এর বর্তমান মূল্য ৭৯ টাকা ৯৯ পয়সা।এর দাম বেড়ে হয়েছে ৮০ টাকা ৪৯ পয়সা। বাড়িঘরে পাইপলাইন গ্যাস পিএনজির বর্তমান মূল্য প্রতি এককের ৩৮ টাকা। এর দাম বেড়ে হয়েছে ৩৯ টাকা ৫ পয়সা।সরকারী আবাসের পাইপলাইন গ্যাস পিএনজির বর্তমান মূল্য প্রতি এককের ৪৩ টাকা ৩৯ পয়সা।এর দাম বেড়ে হয়েছে ৪৩ টাকা ৮৯ পয়সা।রাজ্যের রাজধানী শহর আগরতলা সহ পশ্চিম ত্রিপুরা জেলার বাণিজ্যিক এবং শিল্প কারখানার বর্তমান পাইপলাইন গ্যাস পিএনজির মূল্য প্রতি এককের ৪৯ টাকা। এর দাম বেড়ে হয়েছে ৪৯ টাকা ৫০ পয়সা। বোধজংনগর শিল্পাঞ্চলের বর্তমান পাইপলাইন গ্যাস পিএনজির মূল্য প্রতি এককের ৩৭ টাকা ২০ পয়সা।এর দাম বেড়ে হয়েছে ৩৭ টাকা ৩৫ পয়সা।বর্ধিত মূল্যের কারণে প্রতি দুই মাসের বিলের সঙ্গে বাড়িঘর সহ সরকারী আবাসের পাইপলাইন গ্যাসের জন্য ন্যূনতম অতিরিক্ত ১০ টাকা করে দিতে হবে ভোক্তাদের।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.