করিমগঞ্জের নাম বদলে ‘শ্রীভূমি’!
অনলাইন প্রতিনিধি :-অভিধানে করিমগঞ্জ নামের কোনও অর্থ নেই ৷ তাই বরাক ভ্যালির এই জেলার নাম বদলে শ্রীভূমি রাখার সিদ্ধান্ত নিল অসম সরকার ৷ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হিমন্ত বিশ্ব শর্মা ৷ তিনি জানান, প্রায় ১০০ বছর আগে করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি অর্থাৎ মা লক্ষ্মীর ভূমি বলে ব্যাক্ত করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ৷ কবিগুরু দেখানো পথে হেঁটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
আরও বেশকিছু জায়গার নাম পরিবর্তন করা হবে ৷ যে সমস্ত স্থানের অভিধানিক কোনও অর্থ নেই, কিংবা ঐতিহাসিক কোনও গুরুত্ব নেই, সেইসব স্থানের নাম পরিবর্তন করা হবে।” করিমগঞ্জ জেলার নতুন নাম জেলাটির একটি আলাদা পরিচয় দেবে ৷ এলাকায় বসবাসকারী মানুষের শিক্ষা, সংস্কৃতি তুলে ধরার জন্য শ্রীভূমি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী ৷