হেরিটেজ ফেস্ট ২০২৪!!
অনলাইন প্রতিনিধি :-২১ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে তৃতীয়বারের মতো আস্তাবল ময়দানে হেরিটেজ ফ্যাস্টিভেল। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এবছর ১৬ টি দেশ তাদের প্রতিনিধিদের নিয়ে এই এই ফেস্টে অংশগ্রহণ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী ড: মানিক সাহার হাত ধরে উদ্ধোধন হবে তৃতীয় হেরিটেজ ফেস্ট। উপস্থিত থাকবেন ৭ রামনগরের বিধায়ক তথা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এবং যুব বিষয়য়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। ষোলটি রাজ্য যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, আসাম,অরুনাচল, গোয়া, মিজোরাম,ত্রিপুরা, ছত্রিশগড়, কর্নাটক, কেরালা, মণিপুর, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড,উড়িষ্যা,পাঞ্জাব,রাজস্থান, পশ্চিমবঙ্গ। অনুষ্ঠান শুরুর আগে বিকেলে রাজধানীর রাজপথে প্রতিটি রাজ্যের জনপ্রতিনিধিরা তাদের ঐতিহ্যবাহী সাজ- পোশাকে সজ্জিত হয়ে রাজপথে এক দৃপ্ত র্যালি করে।