মাতৃভাষার স্বীকৃতি ও হজাগিরি ফ্যাস্টিভেলে ছুটির দাবীতে বৈঠক!!
অনলাইন প্রতিনিধি :-রিয়াং জনজাতিদের মাতৃভাষা কাউ ব্রো ভাষাকে সরকারি স্বীকৃতি এবং হজাগিরী ফেস্টিভ্যাল কে যেন ছুটির দিন ঘোষণা করা হয়, এই দাবি নিয়ে শনিবার আগরতলার সার্কিট হাউসস্থিত টি এফ ডিপিসি এর অফিসকক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের ডাক দেন প্রেমকুমার রিয়াং। প্রসঙ্গত এডিসি তে হজাগিরি ফ্যাস্টিভেলে ছুটির দিন ঘোষণা করা হয়েছে আগেই। এই সভায় উপস্থিত ছিলেন রিয়াং জনজাতি সম্প্রদায়ভুক্ত জনপ্রতিনিধি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী সমেত বিভিন্ন অংশের মানুষেরা।এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও কৃষি বিষয়ক দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। তিনি জানালেন তাদের দাবির প্রতি সম্পূর্ণ সহমত পোষণ করেন এবং বিজেপি সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রী প্রত্যেকেই চায় মাতৃভাষার উপর জোর দিতে। খুব শীঘ্রই রিয়াং জনজাতিদের এই দাবি পূরণ হবে বলে আশ্বাস দিলেন মন্ত্রী রতনলাল নাথ।