মিনিফিস ফিড মিলের উদ্ধোধন মধুপুরে!!

 মিনিফিস ফিড মিলের উদ্ধোধন মধুপুরে!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার কমলাসাগর বিধানসভায় সুধাংশু দাসের হাত ধরে উদ্ধোধন হল মিনিফিশ ফিড মিলের। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্টানের শুভ সুচনা হয়। এবং পরবর্তীতে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস জানালেন এই মিনিফিস ফিড মিল তৈরি করতে ব্যায় হয়েছে মোট ৩০ লক্ষ টাকা। ভারত সকাররের প্রধান মৎস্য সম্প্রদায় যোজনা স্কমের অন্তর্গত এটি। এই স্কিমের মাধ্যমে উপকৃত হবে এসসি,এসটি সম্প্রদায়ের লোকেরা। আর্থিক ভাবে স্বনির্ভর হয়ে উঠবে এই প্রকল্পের মাধ্যমে। এই স্কিমের আওতায় আসা বেনিফিসিয়ারিদের ৬০ শতাংশ সাবসিটি দেবে প্রধানমন্ত্রী পশু সম্প্রদায় যোজনা।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.