উচ্চমাধ্যমিক ২৪ ফেব্রুয়ারী মাধ্যমিক ২৫ ফেব্রুয়ারী!!
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ২০২৫ সালের লিখিত পরীক্ষা শুরু হবে ২৪ ফেব্রুয়ারী।এদিন পর্ষদের উচ্চমাধ্যমিকের ইংরেজি পরীক্ষা গ্রহণ করা হবে।তার পরের দিন ২৫ ফেব্রুয়ারী গ্রহণ করা হবে মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। ২৬ ফেব্রুয়ারী – মহাশিবরাত্রি।এই উপলক্ষে সরকারী ছুটি রয়েছে।ফলে এদিন কোনও পরীক্ষা নেই। ২৫ ফেব্রুয়ারীর দুই দিন পর ২৭ ফেব্রুয়ারীতে হবে রাজ্য পর্ষদের উচ্চমাধ্যমিকের দ্বিতীয় ভাষা বাংলা, হিন্দি, মিজো এবং ককবরক পরীক্ষা।২৮ ফেব্রুয়ারী নেওয়া হবে মাধ্যমিকের দ্বিতীয় ভাষা বাংলা, হিন্দি, মিজো এবং ককবরক পরীক্ষা।মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের সঙ্গে পর্ষদের সমতুল মাদ্রাসা আলিম ও
মাদ্রাসা ফাজিল কলা, ফাজিল থিওলজি পরীক্ষা শুরু করা হবে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের মতো সমতুল মাদ্রাসা আলিম ও মাদ্রাসা ফাজিল কলা, ফাজিল থিওলজির প্রথম লিখিত পরীক্ষার বিষয় হিসেবে থাকবে পর্ষদের প্রথম ভাষা ইংরেজি।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে প্রায় এক মাস ধরে। ২০২৫ সালের মার্চ মাসের চতুর্থ সপ্তাহের শুরুতে শেষ হবে পর্ষদের মাধ্যমিকের লিখিত পরীক্ষা। এই সপ্তাহের শেষদিকে থাকবে উচ্চমাধ্যমিকের শেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃত্তিমূলক তথা ভোকেশনাল বিষয় দিয়ে উভয় ক্ষেত্রে পরীক্ষা শেষ করা হবে। প্রাপ্ত খবর অনুসারে মাধ্যমিকের শেষ পরীক্ষা হবে ২৪ অথবা ২৫ মার্চ। উচ্চমাধ্যমিকের শেষ পরীক্ষা নেওয়া হবে ২৮ অথবা ২৯ মার্চ। আসলে রাজ্য পর্যদের তরফে তৈরি করা খসড়া পরীক্ষা সূচি মোটামুটি এভাবেই তৈরি হয়েছে বলে খবর। তবে পরীক্ষা সূচির পুরো বিষয়টি নির্ভর করছে রাজ্য সরকারের মতামতের উপর।
খসড়া পরীক্ষা সূচি রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের কাছে পাঠানো হয়নি এখনও। এই সূচি পরবর্তী কয়েক দিনের মধ্যে বিদ্যালয় শিক্ষা বিভাগে পাঠানো হবে পর্ষদের তরফে। তারপর বিভাগীয় আধিকারিকরা সবকিছু খতিয়ে দেখবেন। প্রয়োজনে পর্ষদের খসড়া পরীক্ষা সূচি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীর গোচরে নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর টেবিল ঘুরে পরীক্ষা সূচি নিয়ে রাজ্য সরকারের মতামত আসতে আসতে প্রায় পক্ষকাল লেগে যেতে পারে। তারপর পর্ষদের তরফে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে ২০২৫ সালের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সমতুল মাদ্রাসা আলিম ও মাদ্রাসা ফাজিল কলা, ফাজিল থিওলজির পরীক্ষা সূচি।
পরীক্ষা সূচি নিয়ে পর্ষদের একাধিক সূত্রের মাধ্যমে একটি বিষয় বলে জানা গেছে।সূত্রগুলির বক্তব্য পরীক্ষা শুরুর দিনের কোনও ধরনের অদলবদল ঘটার সম্ভাবনা একেবারেই নেই। কেননা এই বিষয়টি প্রশাসনের মতামতের ভিত্তিতেই স্থির করা হয়েছে। ঠিক হয়েছে, আসন্ন ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারী পর্ষদের উচ্চমাধ্যমিক এবং সমতুল মাদ্রাসা ফাজিল কলা ও ফাজিল থিওলজির ইংরেজি পরীক্ষা হবে। ২৫ ফেব্রুয়ারী শুরু হবে মাধ্যমিক এবং সমতুল মাদ্রাসা আলিমের ইংরেজি পরীক্ষা।
ইতোমধ্যে পর্ষদের হাতে কলমে তথা প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয়ে গেছে।
১৫ নভেম্বর রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে বহিরাগত পরীক্ষকরা হাতে কলমে পরীক্ষা ভগ্রহণ করছেন। এই পরীক্ষা চলবে পাঁচ ডিসেম্বর পর্যন্ত। উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের রসায়ন শাস্ত্র, পদার্থ বিদ্যা, জীব বিদ্যা সহ পরিসংখ্যান, ভূগোল ইত্যাদি বিষয়ে হাতে কলমে পরীক্ষা চলছে। কলা বিভাগের সঙ্গীত, মনস্তত্ত্ব ইত্যাদি বিষয়ের হাতে কলমে পরীক্ষা চলছে। একই সঙ্গে চলছে মাধ্যমিকের বৃত্তিমূলক তথা ভোকেশনাল বিষয়ের হাতে কলমে পরীক্ষা। এই পরীক্ষা শেষ হতে না হতেই পর্ষদের মূল পরীক্ষা হিসেবে পরিচিত লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু হয়ে যাবে পরীক্ষার্থীদের।লিখিত পরীক্ষার সূচি সম্পর্কে জানতে চেয়ে দৈনিক সংবাদের তরফে জানতে চাওয়া হয় পর্ষদের সচিব ড. দুলাল দে-র কাছে।তিনি এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি।শুধু বলেন,পর্ষদের পরীক্ষা চি স্থির করা নিয়ে জোর তৎপরতা চলছে।তিনি অবশ্য খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন।