বাংলাদেশ থেকে মুজিবকে মুছে ফেলতে এবার বড় পদক্ষেপ ইউনূস সরকারের।।
অনলাইন প্রতিনিধি :-৫ অগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে, বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনাগণআন্দোলনের মুখে পড়ে।ভাঙা হয়েছিলো বাংলাদেশের জনক,বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মূর্তি।
বাংলাদেশের টাকা থেকে বাদ দেওয়া হচ্ছে শেখ মুজিবর রহমানের ছবি। তার পরিবর্তে জুলাই বিপ্লবের গ্রাফিটি স্থান পাবে নোটে। ইতিমধ্যেই মহম্মদ ইউনূসের সরকার বাংলাদেশ ব্যাঙ্ককে অনুমোদন দিয়েছে। আগামী ছয় মাসের মধ্যেই নতুন নোট ছাপা হয়ে যাবে।
গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশের মুদ্রায় মুজিবরের ছবি বদলানোর নির্দেশ পাঠায় অর্থ মন্ত্রক।বাংলাদেশ ব্যাঙ্কের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটির সদস্যরা নতুন ছবি সুপারিশ কররে।ইউনূস সরকার সিলমোহর দিলেই সেই ছবি দিয়ে নোট ছাপানো হবে।