কৃষক আন্দোলনে বাতিল ১৬০টি ট্রেন, অবরুদ্ধ দুশোর অধিক সড়ক!!

 কৃষক আন্দোলনে বাতিল ১৬০টি ট্রেন, অবরুদ্ধ দুশোর অধিক সড়ক!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-ফসলের ন্যূনতম সহায়কমূল্যে আইনি নিশ্চয়তা-সহ ১৩ দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়ালে। এই অনশন ৩৪ দিনে পড়ল। কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়াতে সোমবার ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দেন কৃষকরা। সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এই বন্‌ধের ব্যাপক প্রভাব পড়ল গোটা পাঞ্জাবে। এদিন সকালেই জলন্ধর-দিল্লি জাতীয় সড়ক ও অমৃতসর-দিল্লি জাতীয় সড়ক অবরোধ করা হয়। রাস্তার উপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। পাঞ্জাবের ২০০টির বেশি গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হয়েছে বলে জানা যাচ্ছে। মোহালি বিমানবন্দরে যাওয়ার রাস্তাও বন্ধ করা হয়েছে। কৃষক আন্দোলনের জেরে বাতিল করা হয়েছে ১৬৩টি ট্রেন। কিছু ট্রেনের গন্তব্য কমিয়ে দেওয়া হয়েছে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.