রাজ্যেও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন বামেদের!!

 রাজ্যেও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন বামেদের!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-ভারতের সংবিধানপ্রণেতা ড. বি আর আম্বেদকর সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অভিযোগে অমিত শাহর পদত্যাগ চাইলো বামেরা। আজ সারা দেশের সাথে রাজ্যেও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বামফ্রন্ট। রাজ্যের রাজধানী শহর আগরতলা, বিলোনীয়া, ছৈলেংটা, খোয়াই, ধর্মনগর, কমলপুর, অমরপুর, সাব্রুম, উদয়পুর, গণ্ডাছড়া সহ রাজ্যের বিভিন্ন জেলা, মহকুমায় বিক্ষোভ মিছিল করেছে বামেরা।
দেশের বামপন্থী দলগুলো আজ সারা দেশে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের জন্য তার পদত্যাগ ও ক্ষমা চাওয়ার দাবিতে বিক্ষোভ দেখিয়েছে।আগরতলায় শকুন্তলা রোডেও বিক্ষোভ সভা করেছে বামফ্রন্ট।এদিন রাজধানীর সিপিএম জেলা অফিসের সামনে থেকে বামফ্রন্টের মিছিল শুরু হয়।
এরপর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শকুন্তলা রোডের বিক্ষোভ সভায় মিলিত হয়। এদিনের বিক্ষোভ সভায় বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর বলেন, ড. বি আর আম্বেদকরকে যেভাবে অসম্মান করা হলো তা দেশের জন্য বিপজ্জনক বার্তার বহিঃপ্রকাশের ইঙ্গিত দিচ্ছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। বি আর আম্বেদকরকে অসম্মান নয়, অসম্মানের মাধ্যমে দলিত, তপশিলি জাতি, আদিবাসী সহ ভারতবর্ষের সমস্ত মানুষদের, যারা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়ের জন্য লড়ছেন তাদেরও অসম্মান করা হয়েছে।তার অভিযোগ, আম্বেদকরের সমালোচনা দেশের শাসকদল যখন জনসংঘ ছিল, সেই সময় থেকেই আম্বেদকরের বিরোধিতা করেছে। তাদের লক্ষ্যে দেশকে হিন্দু ফ্যাসিবাদী দেশ গঠনে তাদের একমাত্র লক্ষ্য বর্তমান সংবিধান বাতিল করে মনুসংহিতা চালু করা। এক দেশ এক ভোটের লক্ষ্যে যে বিল এনেছে সেটা পাস হবে না জেনেই এনেছে শুধুমাত্র দেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য। নির্বাচন কমিশন কোনও না কোনও অছিলায় নতুন নতুন আইন করছে শুধুমাত্র একটি দলকে সাহায্যের লক্ষ্যে।নারায়ণ করের অভিযোগ, রাজ্যের টেট উত্তীর্ণ যুবক-যুবতীদের চাকরি দিতে পারছে না। অথচ মানুষের টাকায় ফেস্ট করা হচ্ছে। রাজ্যের বেকারদের বাদ দিয়ে রাজ্যের বাইরের ছেলেদের চাকরি দিচ্ছেন। এদিনের সভায় সিপিআই নেতা মিলন বৈদ্য, আরএসপির দীপক দেব, ফরোয়ার্ড ব্লকের পরেশ সরকার, সিপিআইএমএলের পার্থ কর্মকার প্রমুখ বক্তব্য রাখেন।
উদয়পুরে বামপন্থী দলগুলোর ডাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে মিছিল করা হয় সোমবার। সিপিএম উদয়পুর বিভাগীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে এক মিছিল করা হয়। মিছিলটি উদয়পুর জামতলা থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোড, পুরনো মোটরস্ট্যান্ড, নিউ টাউন রোড, থানা কর্নার হয়ে জামতলাতে শেষ হয়।সেখানে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রতন ভৌমিক বলেন, কেন্দ্রের সরকার পিছিয়ে পড়া জাতি গোষ্ঠীর উন্নয়ন নিয়ে কথা বলে না। অথচ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরকে নিয়ে অশ্রদ্ধা জানিয়ে বক্তব্য রেখেছেন সংসদে দাঁড়িয়ে। এর প্রতিবাদে সারা দেশে সমস্ত বিরোধী দলের পক্ষ থেকে অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ করার দাবি জানিয়েছে। তিনি বলেন, দেশের মানুষ এর বিরুদ্ধে অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। রাজ্যের অবস্থা মোটেই ভালো না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে সংবিধান নামে শপথ নিয়ে সংবিধান প্রণেতা বিআর আম্বেদকর সম্পর্কে যে মন্তব্য করেছেন তার আর মন্ত্রিত্বে থাকার কোনও নৈতিক অধিকার নেই। তাকে ইতিমধ্যে পদত্যাগ করার জন্য দেশের মানুষ একত্রিত হচ্ছে। রতন ভৌমিক বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ভারতবর্ষে সংবিধান প্রণেতা বিআর আম্বেদকর সম্পর্কে মানুষের শ্রদ্ধা ভালোবাসাকে আঘাত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতবাসী শ্রদ্ধার চোখে দেখে আসছিল বিআর আম্বেদকরকে। পার্লামেন্টের যিনি নেতা অর্থাৎ দেশের প্রধানমন্ত্রীর কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে দাবি জানিয়েছে বিরোধী দলের সমস্ত সাংসদ সহ এবং রাজনৈতিক দলগুলো। দেশের প্রধানমন্ত্রী এখনও কোন ব্যবস্থা না নেওয়ায় রতন ভৌমিক ক্ষোভ ব্যক্ত করে বলেন, যতদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ না করছেন ততদিন সারাদেশে সমস্ত বামপন্থী দলগুলো সহ বিরোধী দলেরা দেশের জনগণকে নিয়ে আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করার কথা ঘোষণা করেন। রতন ভৌমিক ছাড়াও বক্তব্য রাখেন সিপিআইএম উদয়পুর বিভাগীয় সম্পাদক দিলীপ দত্ত সহ বামপন্থী দলগুলোর নেতৃত্বরা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্যকে কেন্দ্র করে
রাজ্য রাজনীতিতে তপ্ত হয়ে উঠেছে।বিক্ষোভ পাল্টা বিক্ষোভ ৪৪ রাইমাভ্যালি বিধানসভায়।
শীতকালীন অধিবেশনে সংসদে দাঁড়িয়ে দেশের সংবিধান রচয়িতা আম্বেদকরকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক কটূক্তি কোনওভাবেই মেনে নিতে পারছে না রাজ্যের সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট। ফলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিতে পথে নামলো ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার সিপিআইএম দল। সোমবার এগারোটা নাগাদ ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার সিপিআইএম সহ প্রতিটি অঙ্গ সংগঠনের নেতৃত্ব এবং কর্মীদের উদ্যোগে মহকুমার দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করে বাজারের দুর্গাবাড়ির মুখে এসে সমাপ্তি ঘটে এবং সেখানেই অনুষ্ঠিত হয় পথসভা। বিরোধী দলের বিক্ষোভ মিছিল এবং পথসভা শেষ হওয়ার তিন ঘন্টা পেরোতে না পেরোতেই শাসক দল বিজেপি তার পাল্টা জবাব দিতে মাঠে নামে। বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গণ্ডাছড়া মহকুমা সদর বাজার এলাকায় বিভিন্ন পথ পরিক্রমা করে স্কুল চৌমুহনীতে পথসভায় মিলিত হয়

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.