রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় বড় পরিবর্তন আসছেঃ মুখ্যমন্ত্রী!!

 রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় বড় পরিবর্তন আসছেঃ মুখ্যমন্ত্রী!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের
স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নে বর্তমান সরকার বরাবরই আন্তরিক প্রয়াস চালিয়ে যাচ্ছে। সেই প্রয়াসেরই ফলস্বরূপ সোসাইটি পরিচালিত ত্রিপুরা মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে আরও পঞ্চাশ আসন বৃদ্ধি হচ্ছে বলে সোমবার জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা.মানিক সাহা।এদিন একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী এ কথা বলেন। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, সব মিলিয়ে বর্তমানে রাজ্যে চারশটি মেডিকেল আসন রয়েছে।টিএমসিতে আরও পঞ্চাশ আসন বৃদ্ধির পর আসনসংখ্যা চারশ পঞ্চাশ দাঁড়াবে।মুখ্যমন্ত্রী বলেন, এটি রাজ্যের ছেলেমেয়েদের জন্য ‘অত্যন্ত খুশির খবর।রাজ্যের ছেলেমেয়েরা আরও বেশি করে ডাক্তারি পড়ার সুযোগ পাবে।মুখ্যমন্ত্রী আরও বলেন,আগে একটা সময় ছিল ডাক্তারি পড়তে রাজ্যের ছেলেমেয়েদের বহিঃরাজ্যে যেতে হতো। এখন বহিঃরাজ্যের ছেলেমেয়েরা ত্রিপুরায় আসছে ডাক্তারি পড়তে। শুধু এমবিবিএস কোর্সই নয়, রাজ্যে বর্তমানে দুটি মেডিকেল কলেজে পঁচাশিটি এমডি, এমএস এবং ডিপ্লোমা কোর্সে আসন রয়েছে।
রাজ্যে ‘এইমস’ গঠন করা প্রশ্নে এদিন মুখ্যমন্ত্রী ডা. শ্রীসাহা বলেন, রাজ্য সরকারের পক্ষে সর্বোচ্চ প্রয়াস জারি রয়েছে। এর জন্য দুটি জমিও চিহ্নিত করে রাখা হয়েছে। রাজ্য সরকারের পক্ষে এ ব্যাপারে প্রতিনিয়ত কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা জারি রয়েছে।মুখ্যমন্ত্রী বলেন,এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের একটি গাইডলাইন রয়েছে নর্থইস্ট রিজিওনের জন্য।গুয়াহাটিতে ‘এইমস’ দেওয়া হয়েছে।ফলে আমরা আশাবাদী। ‘এইমস’ না হলেও ‘রিমস্’ অথবা ‘নিগ্রিমস্’-এর মতো মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের কথা বলেছি।তাছাড়াও ত্রিপুরা মেডিকেল কলেজকে আপগ্রেডেশন করে এই ধরনের কিছু করা যায় কিনা, সেই প্রস্তাবও দিয়েছি। এ বিষয়গুলি নিয়ে প্রতিনিয়তই কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এবং বর্তমান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সাথেও বেশ কয়েকবার কথা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ফলে আমরা আশা করছি এ ব্যাপারে ভারত সরকার এবং স্বাস্থ্য মন্ত্রক ইতিবাচক সিদ্ধান্ত নেবে।এই বিষয়গুলি আমরা অগ্রাধিকারের তালিকায় রেখেছি বলে জানান মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী আরও বলেন, মণিপুরের সৃজা হাসপাতাল কর্তৃপক্ষও ত্রিপুরায় একটি সুপারস্পেশালিটি হাসপাতাল গড়তে আগ্রহী। এরা ৭৫০ কোটি টাকা বিনিয়োগ করবে রাজ্যে।এই কাজ অনেকটাই এগিয়েছে।মুখ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক জিবি হাসপাতালে যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, সেটা সৃজা হাসপাতালের চিকিৎসকরাই করেছেন।নর্থ ইস্টে এই হাসপাতালের যথেষ্ট সুনাম রয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।সব মিলিয়ে আগামীদিনে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ও স্বাস্থ্য পরিকাঠামো ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী ডা. সাহা।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.