নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!
পর্যটন শিল্পের মাধ্যমে সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান: সুশান্ত!!
অনলাইন প্রতিনিধি :-পর্যটন শিল্পের যত উন্নয়ন হবে ততই সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ।রাজ্যের যুবক-যুবতীদের জন্য নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে রাজ্যের পর্যটন শিল্পকে যত দ্রুত সম্ভব এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে কাজ করছে পর্যটন দপ্তর। ইতিমধ্যেই পর্যটন ক্ষেত্রগুলির পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। আগামীতে আরও উন্নয়ন হবে পর্যটন ক্ষেত্রের।জিরানীয়ার এসএন কলোনি সহ রাজ্যের নতুন নতুন স্থানে পর্যটন শিল্প গড়ে তোলার কাজও শুরু করে দিয়েছে পর্যটন দপ্তর।আগামীদিনে পর্যটন শিল্পের উন্নয়নে দপ্তর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রায় হাজার কোটি টাকা খরচ করবে। বুধবার পর্যটকদের জন্য বোট ও বাস পরিষেবার উদ্বোধন করে একথাগুলি বলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। বুধবার উজ্জয়ন্ত প্রাসাদের জলাশয়ে পর্যটকদের বিনোদনের জন্য ১০টি প্যাডেল বোট এবং ২টি অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত আরবানিয়া বাস পরিষেবার সূচনা করেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী বলেন, পর্যটন শিল্পের বিকাশে রাজ্য সরকার ও পর্যটন উন্নয়ন নিগম সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে। এর ফলে আগামী দিনে রাজ্যে তার সুদূর প্রসারী প্রভাব পড়বে। অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী ফ্ল্যাগ নেড়ে আনুষ্ঠানিকভাবে প্যাডেল বোট ও আরবানিয়া বাস পরিষেবার সূচনা করেন।
অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, আজ ইংরেজি নববর্ষ, একটি খুব সুন্দর ও খুশির দিন। এই সুন্দর দিনেই ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের ধারাবাহিক উন্নয়নে এক নতুন পালকের সংযোজন হলো। পর্যটন উন্নয়ন নিগম আগামীদিনে এমন আরও নতুন নতুন চিন্তা ভাবনা ও পরিকল্পনা নিয়ে পর্যটন শিল্পের বিকাশে কাজ করবে।তিনি বলেন, রাজ্যের আকষণায় পর্যটন কেন্দ্রগুলি দেখার জন্য রাজ্যের ও বহিঃরাজ্যের পর্যটকদের সুবিধার জন্য আরবানিয়া বাস পরিষেবা চালু করা হয়েছে। এই আধুনিক বাস পরিষেবার জন্য পর্যটকদের কাছে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির ভ্রমণ আরও আকর্ষণীয় হবে।
এই অত্যাধুনিক দুটি বাস ক্রয় করতে ৫৭ লক্ষ ৮৬ হাজার টাকা ব্যয় হয়েছে। এই বাস দুটি ভারত সরকারের জেম পোর্টালের মাধ্যমে ক্রয় করা হয়েছে। ফোর্স মোটর কোম্পানি বাসগুলি তৈরি হয়েছে। বাস দুটিতে ১৭ জন করে যাত্রীর বসার ব্যবস্থা রয়েছে।
পর্যটনমন্ত্রী বলেন, রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রের জলাশয়গুলিতে নৌকাবিহারের জন্যও ৫০টি অত্যাধুনিক বোট কেনা হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগী।উপস্থিত ছিলেন যুগ্ম অধিকর্তা অনিরুদ্ধ রায়।