নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!
পুনর্জন্ম,মিরাক্ল
অনলাইন প্রতিনিধি :-রাস্তায় স্পিড ব্রেকার পেরোনোর সময়ে অ্যাম্বুল্যান্সের ঝাঁকুনিতেই প্রাণ ফিরে পেলেন বৃদ্ধ! হলো পুনর্জন্ম। মহারাষ্ট্রের এক বৃদ্ধ হৃদ্রোগে আক্রান্ত হয়, পরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শ্মশানের পথেই ঘটল ‘মিরাক্ল’। অ্যাম্বুল্যান্সে ঝাকুনি খেতেই পরিবারের লোকেরা দেখতে পান “শবের” হাত নড়ছে। সেখান থেকেই তাকে তড়িঘড়ি অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে হেঁটে হেঁটে বাড়িও ফেরেন বৃদ্ধ।