নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!
চিনের নতুন আতঙ্ক হিউম্যানমেটানিউমো ভাইরাস!!
অনলাইন প্রতিনিধি :-২০২০ সালের স্মৃতি এখনও তাজা। করোনা ভাইরাসের উৎস ছিল চিন। সেখান থেকেই বিশ্বজুড়ে ভাইরাস ছড়িয়ে পড়েছিল। প্রান হারিয়েছিল লক্ষ লক্ষ মানুষ। ৫ বছর পর ফের চিন থেকে আগত নতুন ভাইরাস আতঙ্ক বাড়াচ্ছে। না তবে এবার করোনা নয় নতুন ভাইরাস হিউম্যানমেটানিউমো ভাইরাস। সুত্রের খবর হু হু করে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে চিনে। আর এর দাপটের ঝাপটায় হাসপাতালগুলি রোগী সামলাতে হিমসিম খাচ্ছে। হাসপাতালে রোগীদের গিজগিজে ভীড়। সকলেই ব্যবহার করছেন মুখে মাস্ক। ঠিক যে চিত্রটা ২০২০ সালে দেখা গিয়েছিল। পড়শি দেশে সংক্রমণ ছড়িয়ে পড়তেই স্বাভাবিকভাবেই নয়া ভাইরাস নিয়ে চিন্তার ভাজ কপালে। কিন্তু কী এই এইচএমপিভি? এর উপসর্গই বা কী রয়েছে? মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুযায়ী, ২০০১ সালে প্রথম হিউম্যান মেটানিউমোভাইরাসের সন্ধান পাওয়া যায়। সাধারণত এই ভাইরাসের স্থায়িত্ব ৩ থেকে ৬ দিন। তবে সংক্রমণের গুরুতর হলে, রোগের স্থায়িত্বও বাড়ে। এইচএমপিভি সংক্রমণ থেকে ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া হতে পারে। হিউম্যান মেটানিউমোভাইরাস এবং কোভিড-১৯-র উপসর্গের সাদৃশ্য রয়েছে অনেকটাই। এই ভাইরাস আক্রমনে শ্বাসযন্ত্রে সমস্যা হয়। জ্বর, সর্দি, কাশি, গলা ধরা, গলা ব্যথা, শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা যায়। সম্প্রতি চিনে এই ভাইরাস যথেষ্ট বিস্ফোরক আকার নিয়েছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে।