নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!
৫০০০ টাকার নোট!!
অনলাইন প্রতিনিধি :-ফের অতীতের পথে মোদি সরকার? ১০০,২০০, ৫০০,২০,১০,৫ টাকার পর কি এবার আসছে ৫০০০ টাকার নোট ? বর্তমানে ভারতে সর্বোচ্চ মুদ্রার মূল্য ৫০০ টাকা। বাজারে ৫০০০টাকার নোট আসতে চলেছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় শোরগোল। সোশ্যাল মিডিয়ায় ৫০০০ টাকার নোট নিয়ে আলোচনার রোল উঠলেই এর সত্যতা স্পষ্ট করে আরবিআই। নতুন সবুজ ৫০০০ টাকার নোট সম্পর্কে যে খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে তা সম্পুর্ন ভিত্তিহীন। সম্পুর্ন মিথ্যা গুজব। কোনও সত্যতা নেই বলে স্পষ্ট করা হয়েছে আর বি আই তরফে। শুধুমাত্র ২০০০ টাকার নোট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে RBI। সবুজ ৫০০০ টাকার নোট নিয়ে মিথ্যা খবর প্রচার হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।