নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!
HMPV তে আক্রান্ত ৮ মাসের শিশু!!
অনলাইন প্রতিনিধি :-চিনের ভাইরাস এবার প্রবেশ করল ভারতে। ভারতে HMPV তে আক্রান্ত আট মাসের এক শিশু। তথ্যে জানা গিয়েছে সম্প্রতি শিশুর পরিবারের বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই। তবে এটাই ভারতে প্রথম এইচএমপিভি সংক্রমণ। শিশুটি বেঙ্গালুরুর বাসিন্দা। বিগত কয়েকদিন ধরে শিশুটির জ্বর ছিল এবং শ্বাসকষ্ট হচ্ছিল। এইচএমপিভি-র উপসর্গের সঙ্গে মিল থাকায় ওই বেসরকারি হাসপাতালের তরফে নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানেই রিপোর্ট পজেটিভ আসে।