মহিলা ফুটবল দলের মেডিকেল টেস্ট এখনও হয়নি
আসামের গুয়াহাটিতে অনুর্ধ্ব ১৭ জাতীয় জুনিয়র মহিলা ফুটবল আসর দোরগোড়ায় তখন রাজ্য মহিলা ফুটবলের টিম গঠন নিয়ে এক অদ্ভুত সমস্যার মুখে পড়লো ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন । সম্ভাব্য দলে থাকা ২২ জন ফুটবলারের মেডিকেল টেস্ট এখনও করাতে পারেনি টিএফএ । গত দু’দিন ধরে প্র্যাকটিস লাটে তুলে আইজিএমে মহিলা ফুটবলারদের নিয়ে ছোটাছুটি করলেও এখন পর্যন্ত মেডিকেল টেস্টের যাবতীয় পরীক্ষা নিরীক্ষাই নাকি করা সম্ভব হয়নি । স্বাভাবিক কারণে এই অবস্থায় চূড়ান্ত রাজ্যদল গঠন করা কোনও ভাবেই সম্ভব হচ্ছে না টিএফএ এবং তার নির্বাচক কমিটির পক্ষে । আর এরই মধ্যে ফেডারেশনের বার্তা পেয়ে আরও অস্বস্তিতে পড়লো টিএফএ । আগামীকাল বেলা ১২ টার মধ্যেই চূড়ান্ত দলের তালিকা উদ্যোক্তা ফুটবল ফেডারেশনের কাছে পাঠাতে বলা হয়েছে । তবে এতো কম সময়ে তা কীভাবে সম্ভব এ নিয়ে চিন্তায় পড়লো এখন টিএফএ । কারণ মহিলা ফুটবলারদের মেডিকেল টেস্টের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা এখনও শেষ করা সম্ভব হয়নি ।
গতকালের মতো আজ ও আইজিএমের চক্কর কেটে মেডিকেল টেস্ট না করিয়ে ফিরতে হয়েছে ফুটবলারদের । এই অবস্থায় আগামীকাল বেলা ১২ টার আগে সবার মেডিকেল টেস্ট করিয়ে তারপর রিপোর্ট সংগ্রহ করা কতটা সম্ভব হবে এই বিষয়টি নিয়ে এখন ভাবাচ্ছে টিএফএর কর্মকর্তাদের । যদিও টিএফএর যুগ্ম সচিব মনোজ দাস জানিয়েছেন , আইজিএমে যদি আগামীকাল সকালে মেডিকেল টেস্টের ডেন্টাল পরীক্ষা না হয় তাহলে সেক্ষেত্রে প্রাইভেট কোনও জায়গায় তা করিয়ে নেওয়া হবে । কারণ হাতে আর সময় নেই । আগামীকাল বেলা ১২ টার মধ্যেই চূড়ান্ত দলের তালিকা ফেডারেশনের কাছে পাঠিয়ে দিতে হবে । যেখানে আগামী ১৮ জুন থেকে আসামের গুয়াহাটিতে শুরু হচ্ছে অনুর্ধ্ব ১৭ জাতীয় জুনিয়র মহিলা ফুটবল আসর । আগামী ১৫ জুন গুয়াহাটিতে প্রতিযোগিতা স্থলে গিয়ে টিমগুলোকে রিপোর্ট করতে হবে । এই হিসেব ধরে আগামী ১৪ জুন আগরতলা থেকে সড়ক পথ ধরে গুয়াহাটিতে রাজ্য মহিলা দলের রওনা দেবার কথা রয়েছে । ফলে সব মিলিয়ে টিএফএর হাতে আর মাত্র চারদিন সময় বাকি রয়েছে । এদিকে বিস্ময়কর ঘটনা হলো জাতীয় জুনিয়র মহিলা ফুটবলে আসরে অংশগ্রহণ করতে চলা রাজ্যের সম্ভাব্য দলের মহিলা ফুটবলাররা খালি পায়ে মাঠে প্র্যাকটিস করে যাচ্ছেন । আজ সকালে বাধারঘাটের স্পোর্টস স্কুলের মাঠে গিয়ে এমনটাই ছবি দেখা গেল । খালি পায়ে প্র্যাকটিস করে চলছেন মেয়েরা , যারা দুদিন পর জাতীয় আসরে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছেন ।