রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র বাংলা ভাষায় করা হয় তার পাশাপাশি যেন রোমান লিপিতেও প্রশ্নপত্র তৈরি করা হয় এই দাবি নিয়ে তাদের বিভিন্ন সময় পথে নামতে দেখা গেছে। আজ ফের তারা রাস্তায় নামে। শুক্রবার থেকে শুরু হয়েছে বিধানসভার শীতকালীন অধিবেশন। আর এই অধিবেশন কে হাতিয়ার করেই তারা সকাল থেকে তাদের দাবিকে সামনে রেখে সার্কিট হাউস গান্ধী মূর্তির পাদদেশে একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। কারণ আজকের দিনে তাদের দাবি যেন বিধানসভায় উঠে এবং সকলের দৃষ্টি আকর্ষণ কপরবর্তীতে বিধানসভা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়।