২০২ কোটি ব্যয়ে আরও একটি নয়া বিল্ডিং আইজিএমে : মুখ্যমন্ত্রী।।

 ২০২ কোটি ব্যয়ে আরও একটি নয়া বিল্ডিং আইজিএমে : মুখ্যমন্ত্রী।।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-আগরতলা
গভর্নমেন্ট কলেজের আসন সংখ্যা ৫০ থেকে বেড়ে ৬৩ করা হয়েছে ইতিমধ্যেই। আইজিএম হাসপাতালে এজন্য নতুন করে আরও একটি বিল্ডিং-ও নির্মাণ করা হবে। মুখ্যমন্ত্রী জানালেন, ডোনার মন্ত্রক থেকে এ বাবদ মোট ২০২ কোটি টাকা বরাদ্দ করা হয়ে গিয়েছে। প্রজ্ঞাভবনে এদিন ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার সহযোগিতায় ন্যাশনাল ওরাল হেলথ প্রোগ্রাম, ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরা শাখা আয়োজিত দন্ত চিকিৎসকদের ২৩ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার এই সম্মেলনেরই উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বললেন, চিকিৎসকরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমেই ভবিষ্যতে স্মরণীয় হয়ে থাকবেন।মানুষও যথেষ্টই আস্থা রাখছেন চিকিৎসকদের উপর। দন্ত চিকিৎসকদের তাই উন্নতমানের চিকিৎসা পরিষেবা প্রদানে আন্তরিকভাবে কাজ করা আবশ্যক। সম্মেলন উপলক্ষে এদিন ডেন্টাল সার্জনদের দু’দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচিরও আয়োজন করা হয়। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রত্যন্ত জনপদে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর রয়েছে সরকার। তার কথায়, কোনও একজন ব্যক্তি কীভাবে কিংবদন্তি হতে পারেন এর উদাহরণ হচ্ছেন ভারতের আধুনিক দন্ত চিকিৎসার জনক ডা.রফিউদ্দিন আহমেদ।২৪ ডিসেম্বর তার জন্মদিনটিকে জাতীয় দন্ত চিকিৎসক দিবস হিসাবে উদযাপন করা হয়।আরও বেশি জনসচেতনতা বাড়াতে গুরুত্ব দিতে হবে। দন্ত চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির উপরও তিনি গুরত্বারোপ করেন। মুখ্যমন্ত্রী দন্ত রোগীদের সুবিধার্থে ই-সঞ্জীবনী মাধ্যমে টেলি পরামর্শ পরিষেবা চালু সহ রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নের কথাও উল্লেখ করেন এদিন। অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বিশিষ্ট দন্ত চিকিৎসক ডা. রফিউদ্দিন আহমেদের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।এছাড়াও অনুষ্ঠানে দন্ত চিকিৎসায় উল্লেখযোগ্য অবদানের জন্য ডা. উৎপল চন্দকে সম্মাননা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে বলেন,জনসচেতনতার অভাবে মানুষ দন্তজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হন।
রাজ্য সরকার দন্ত চিকিৎসা পরিষেবাকে সহজলভ্য ও সকলের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তাই বিশেষভাবে নজর দিয়েছে। জাতীয় স্বাস্থ্য
মিশন ত্রিপুরা রাজ্য শাখার মিশন ডিরেক্টর ড. সমিত রায় চৌধুরী, স্বাস্থ্য অধিকর্তা ডা. সঞ্জীব কুমার দেববর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডা. অঞ্জন দাস, ২৩তম বার্ষিক দন্ত সম্মেলনের চেয়ারপার্সন ডা. সমীর রঞ্জন দত্ত চৌধুরী সহ ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের রাজ্যশাখার সভাপতি ডা. এস এম আলী এবং আরও অনেকেই উপস্থিত ছিলেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.