ভয়াবহ বিমান দুর্ঘটনায় ভারতীয়-সহ ২০ জনের মৃত্যু!!

অনলাইন প্রতিনিধি :-আফ্রিকার দক্ষিণ সুদানে বিমানঘাঁটিতে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল একটি যাত্রিবাহী বিমান।আকাশে ওঠার খানিকক্ষণের মধ্যেই ভেঙে পড়ল বিমান। দুর্ঘটনায় এক ভারতীয়-সহ অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুজন পাইলটকে নিয়ে মোট ২১ জন ছিলেন বিমানটিতে। রাজধানী জুবার উদ্দ্যেশ্যে গন্তব্য ছিল বিমানটির। ওড়ার পরই সাড়ে ১০টা নাগাদ বিমানবন্দর থেকে মাত্র ৫০০ মিটার দূরে ভেঙে পড়ে বিমানটি। দক্ষিণ সুদান সরকারের তরফে জানানো হয়েছে, যাত্রীরা সকলেই ওই তৈলক্ষেত্রের কর্মী। এদের মধ্যে ১৬ জন সুদানি, ২ জন চিনা, একজন ভারতীয়। দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তি তৈলক্ষেত্রের সুদানি ইঞ্জিনিয়ার। তাঁকে দ্রুত বেনিতুই স্টেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি।