সমুদ্রের নীচে সোনাভর্তি জাহাজ

 সমুদ্রের নীচে সোনাভর্তি জাহাজ
এই খবর শেয়ার করুন (Share this news)

কলম্বিয়ার উপকূলে ডুবে যাওয়া দুটি সামুদ্রিক জাহাজের সন্ধান পাওয়া গেছে । এই জাহাজ দুটিতে বিপুল পরিমাণ ‘ সোনা ‘ থাকার সম্ভাবনা রয়েছে , যার মূল্য ১৭০০ কোটি ডলার হতে পারে । ‘ দ্য নিউজ উইক ‘ সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে ,ডুবে যাওয়া বিখ্যাত জাহাজ সান জোসের ধ্বংসাবশেষের কাছে জাহাজ দুটির সন্ধান পাওয়া গেছে । কলম্বিয়ার উপকূলে ডুবে যাওয়া দুটি সামুদ্রিক জাহাজের সন্ধান আগেই মিলেছিল উপগ্রহ তথ্যচিত্রের মাধ্যমে । এই জাহাজ দুটিতে বিপুল পরিমাণ ‘ সোনা ’ থাকার সম্ভাবনার কথা তখনই জানা গিয়েছিল । ‘ দ্য ওয়াশিংটন পোস্ট ‘ এর প্রতিবেদনে জানানো হেয়েছ যে , নীল ও সবুজ রঙের ছবিতে সমুদ্রের তলদেশে সোনার মুদ্রা , মৃৎপাত্র ও অক্ষত চীনামাটির কাপ ছড়িয়ে – ছিটিয়ে থাকতে দেখা গেছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডুক বলেছেন , ‘ নৌবাহিনী ও সরকারের প্রত্নতাত্ত্বিকেরা জাহাজ দুটি পুনরুদ্ধারের চেষ্টা করছেন । ‘

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.