ইণ্ডিগো বিমানে পড়ল বাজ, ভাঙল সামনের অংশ, শ্রীনগরে জরুরি অবতরণ!!
মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে সে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় এক বন্দুকধারী। সূত্রের খবর, দুই পুলিশ কর্তা এবং একজন নার্স এই ঘটনায় আহত হয়েছেন। তবে কোনও রোগী আহত হননি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে বন্ধুকধারীর মৃত্যু হয় পুলিশের গুলিতে। বন্দুকধারীর নাম জন ডেভিড রামসে, বয়স ৩৮ বছর। হামলার ঘটনাস্থলে রয়েছে পুলিশ এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।