উত্তপ্ত বিহার বিধানসভা!!

 উত্তপ্ত বিহার বিধানসভা!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের শেষলগ্নে বিহারে বিধানসভা নির্বাচন। আর এবার নির্বাচনের আগমুহুর্তে উত্তপ্ত বিহার বিধানসভা। বিহারের বাজেট অধিবেশনে ‘আমার বাবা বনাম তোমার বাবা’ দেখা গেল। বাবাদের নিয়ে তরজায় জড়ালেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি ও বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব।
বিধানসভার অধিবেশনে তেজস্বীর বক্তব্য “আগে সম্রাটজি বিজেপিকে আক্রমণ করতেন। এখন কী হল?” অভিযোগ, মুখ্যমন্ত্রীকে নিয়ে অপমানকর মন্তব্য করেছে। তেজস্বীর মন্তব্যের বিরোধিতা করে বিজেপি বিধায়করা হই হট্টগোল শুরু করে।পাল্টা সম্রাটের অভিযোগ লালুপ্রসাদ যাদব বিহারকে লুট করেছেন।আমাকে জেলে পাঠিয়েছেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.