পারাদ্বীপ মৎস্য বন্দরে আগুনে পুড়ে ছাই ১৮টি নৌকা!!

 পারাদ্বীপ মৎস্য বন্দরে আগুনে পুড়ে ছাই ১৮টি নৌকা!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-পারাদ্বীপের নেহেরু বাংলা ফিশিং হারবারে ভয়াবহ অগ্নিকাণ্ড৷ বিকেল পাঁচটায় ১ নম্বর জেটিতে একটি নৌকায় আগুন লাগে শুরুতে। এরপরই সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের নৌকোগুলিতে। তবে এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ তবে, বিধ্বংসী আগুনে ১২ টি বড় নৌকা এবং ৫ এর অধিক ইঞ্জিন চালিত ছোট নৌকা সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ তবে কীভাবে কারণে এই আগুন লাগল তা এখনও নিশ্চিত নয়।দমকলের ১২ টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.